ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগেই ম্যাচের মতই শনিবার লিটন কুমার দাস ব্যাট হাতে আর অলক কাপালী জ্বলে উঠলেন বল হাতে। শেষ পর্যন্ত তাদের নৈপুণ্যে রীতিমতো উড়ে গেছে সিলেট থান্ডার। সে সুবাদে চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা জয় পেল রাজশাহী রয়্যালস।
শুক্রবার বিপিএলের তৃতীয় দিনের প্রথম ম্যাচে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী। এরআগে টস জিতে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ৯১ রানেই গুটিয়ে দেয় রাজশাহী। জবাব দিতে নেমে মাত্র ১০.৫ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আন্দ্রে রাসেলের দল। লিটন ২৬ বলে ৭ চারে অপরাজিত থাকেন ৪৪ রান। এরআগে অলক কাপালি বল হাতে ও ওভারে মাত্র ১৭ রানে নেন ৩টি উইকেট। ২টি করে উইকেট নেন বোপারা ও ফরহাদ রেজা।
৯২ রানের লক্ষ্য। তারপরও শুরুতে আগ্রাসী ছিলেন না রাজশাহীর ব্যাটসম্যানরা। কেননা তার আগেই তারা হারিয়ে বসে আগের ম্যাচে ঝড় তোলা ওপেনার হজরতউল্লাহ জাজাইকে। তবে তার অভাব মোটেও বুঝতে দেননি লিটন দাস। দ্বিতীয় উইকেটে আফিফ হোসেনকে নিয়ে ঝড় তোলেন সিলেট থান্ডারের বোলারদের ওপর। অন্য দিকে বেশ ব্যাট চালাচ্ছিলেন আফিফও। যে কারণে মাত্র ৭ ওভারে তাদের জুটি থেকে ৬২ রান। শেস পর্যন্ত আফিফ ফিরে যান নাভিন-উল-হকের শিকার হয়ে। তার আগে তিনি করেন ৩ চার ও দুই ছয়ে ৩০ রান। এরপর অবশ্য এক প্রান্ত আগলে জয়ের জন্য বাকি পথটা লিটন সহজেই সারেন শোয়েব মালিককে নিয়ে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার গ্যালারি ভরা দর্শকের সামনে টস হারলেও ব্যাটিংয়ে নেমে ঝড় তোলার আভাস দিয়েছিল সিলেট। বিশেষ করে জনসন চার্লস। তার পথ অনুসরনের চেষ্ঠায় ছিলেন রনি তালুকদারও। কিন্তু দ্রুত সময়ের ব্যবধানে তারা ফিরেন। ১৭ বলে ১৯ রান করা রনিকে স্লোয়ারে পরাস্থ করে রাসেল ফেরান এলবিডব্লিয়ের ফাঁদে ফেলে।
পরের ওভারে অলক কাপালীর সোজা বলে স্লগ করতে গিয়ে বোল্ড হন চার্লস। ওভারের শেষ বলে আলগা শটে স্টাম্পে বল টেনে আনেন জীবন মেন্ডিস। তারপরও সিলেটের পথ দেখাতে চেষ্টা করেছিলেন মিথুন ও অধিনায়ক মোসাদ্দেক। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৩১ রান। শেষ পর্যন্ত মিথুনকে ফিরিয়ে পদ্মা পাড়ের দলটির স্বস্তি এনে দেন রবি বোপারা। এর কিছুক্ষণ পরই ইংল্যান্ডের এ অলরাউন্ডার সাজঘরের পথ দেখান মোসাদ্দেককে। যে কারণে সিলেট আর ঘুরে দাঁড়াতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট থান্ডার: ১৫.৩ ওভারে ৯১ (রনি ১৯, চার্লস ১৬, মিঠুন ২০ জিবন ০, মোসাদ্দেক ২০, মিলন ১০, নাঈম ১, নাভিন ২, সান্টোকি ০, নাজমুল অপু ০, ইবাদত ১* ; রাসেল ৩.৩-০-২৫-১, তাইজুল ২-০-১৫-০, আবু জায়েদ ২-০-১৪-০, অলক ৩-০-১৭-৩, বোপারা ৩-০-১০-২, ফরহাদ ২-০-৯-২)
রাজশাহী রয়্যালস: ১০.৫ ওভারে ৯৫/২ (জাজাই ০, লিটন ৪৪*, আফিফ ৩০, মালিক ১৬*; নাঈম ৩-১-১৬-১, ইবাদত ২-০-২০-০, সান্টোকি ১-০-১৫-০, নাভিন ২-০-১৯-০, জীবন ২-০-১৪-০, নাজমুল .৫-০-৭-০)।
ফল: রাজশাহী রয়্যালস ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অলক কাপালি
Discussion about this post