ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লিটন দাস যেদিন খেলেন, সেদিন এমনই মুগ্ধতা ছড়ায়। ব্যাট হাতে দাপট দেখানোটা নিয়মিত করে ফেলছেন এই ব্যাটসম্যান। শুক্রবার ছুটির দিনে আরও একবার কথা বলল এই তারকা ক্রিকেটারের ব্যাট। আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন লিটন। ওয়ানডেতে তিন ইনিংস আগেই শতরান পেয়েছিলেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন ধ্রুপদী সব শটে মুগ্ধতা ছড়িয়ে মেতেছেন রান উৎসবে। লিটনের দুর্দান্ত সেঞ্চুরি আর মুশফিকের সঙ্গে রেকর্ড গড়া জুটিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৫০ ওভারে ৪ উইকেটে করে ৩০৬ রান।
আফগানদের বিপক্ষে ১০ ওয়ানডেতে এই প্রথম তিনশ ছাড়িয়ে গেল টাইগাররা। আর দলকে এই উচ্চতায় নিয়ে যান লিটন। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ১২৬ বলে করেন ১৩৬। ৪৯ ইনিংসেই ৫ সেঞ্চুরি হয়ে লিটনের। এর আগে একশর ইনিংসের কম খেলে ৫ সেঞ্চুরি করেন শুধু সাকিব আল হাসান (৯৩ ইনিংস)।
শুক্রবার আফগান বোলিং উড়িয়ে তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে লিটন গড়েন ২০২ রানের জুটি। ওয়ানডেতে তৃতীয় উইকেটে এই প্রথম দুইশ রানের জুটির দেখা পেল বাংলাদেশ।
এদিন সেঞ্চুরির পথে মুশফিকের সঙ্গে শতরানের জুটি গড়েন লিটন দাস। ২০২ রানে ভাঙে এই জুটি। ১২৬ বলে ১৬ চার ও ২ ছক্কায় তার ব্যাট থেকে আসে ১৩৬।
Discussion about this post