বাংলাদেশের জয়ে সামনে থেকে অবদান রেখেছেন তাসকিন আহমেদ। ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। কিন্তু ম্যাচশেষে নিজের প্রশংসায় না ভেসে তিনি তুলে ধরলেন সতীর্থ লিটন দাসের ব্যাটিংয়ের গুরুত্ব।
গত রাতে তাসকিন বলেন, ‘লিটনের ব্যাটিং ভালো হচ্ছে, এটা আমাদের জন্য অনেক ইতিবাচক। কারণ, দলের জন্য তার ফর্মে থাকা সত্যিই গুরুত্বপূর্ণ।’
পাকিস্তান সিরিজে একেবারেই ব্যর্থ ছিলেন লিটন। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে ঝলসে ওঠেন ২৯ বলে ৫৪ রানে। এই ইনিংসকে সামনে বড় টুর্নামেন্টের পূর্বাভাস হিসেবেই দেখছেন তাসকিন, ‘নেটে যেভাবে মনোযোগ দিয়ে অনুশীলন করছে, সেটার প্রতিফলন মাঠে মিলছে। যদি ধারাবাহিকতা থাকে, তাহলে এশিয়া কাপেও আমাদের সাফল্যের সম্ভাবনা অনেক বাড়বে।’
শুধু লিটনের ব্যাট নয়, দলের সামগ্রিক উন্নতির কথাও উল্লেখ করেছেন পেসার। ইংলিশ কোচ জুলিয়ান উডের তত্ত্বাবধানে খেলোয়াড়রা সম্প্রতি কাজ করেছেন পাওয়ার হিটিংয়ে। তাসকিনের বিশ্বাস, সময়ের সঙ্গে এই কাজের সুফল মিলবে, ‘অল্প সময়ে বড় পরিবর্তন আশা করা যায় না। তবে যেভাবে অনুশীলন হচ্ছে, তা ভবিষ্যতে কাজে দেবে।’
Discussion about this post