ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ম্যাচে একটুর জন্য আক্ষেপে পুড়েছিলেন তিনি। ফিরে গিয়েছিলেন ৯৫ রানে। কিন্তু ওয়ানডে সিরিজের শুরুতেই সেই আক্ষেপের ইতি টানলেন লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার তুলে নিয়েছেন শতরান। তার দাপটেই তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ ওভারে বাংলাদেশ করে ৯ উইকেটে ২৭৬ রান।
বলা যায় দুঃসময় কাটিয়ে চেনা পথে ফিরেছেন লিটন দাস। এর আগে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন তিনি। ফিরেই তুলে নিলেন সেঞ্চুরি। অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষেতার ব্যাট সব সময়ই কথা বলে। তার চার ওয়ানডে সেঞ্চুরির তিনটিই এই প্রতিপক্ষের বিপক্ষে।
এদিন হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ১১৪ বলে তার ১০২ রান করেন তিনি। সবচেয়ে বড় কথা দল যখন বিপর্যয়ে তখন দারুণ লড়ে যান তিনি। খেলেন দেখে-শুনে। প্রথম ১৫ ওভারে হাঁকাননি বাউন্ডারি। ফিফটি করে ৭৮ বলে। তারপর অবশ্য কিছুটা মেরে খেলেন তিনি।
এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন লিটন। তাকে সঙ্গ দিয়েছেন ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। অবশ্য টেস্টের সেঞ্চুরিয়ার ফিরে যনি ৩৩ রানে। তাদের জুটি থামে ১০৩ বলে ৯৩ রানে। তবে থামেন নি লিটন। ১১০ বল খেলে তুলেন শতক।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৯ (তামিম ০, লিটন ১০২, সাকিব ১৯, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬, সাইফ ৮*, তাসকিন ১, শরিফুল ০*; মুজরাবানি ১০-২-৪৭-২, চাতারা ১০-১-৪৯-১, এনগারাভা ১০-১-৬১-২, জঙ্গুয়ে ৯-০-৫১-৩, বার্ল ৫-০-৩১-০, মাধেবেরে ৬-০-৩৭-০)।
Discussion about this post