এশিয়া কাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ফিটনেস ক্যাম্প, স্কিল অনুশীলন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই শেষ ধাপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে দলের লক্ষ্য শুধু এই সিরিজ বা টুর্নামেন্টের সাফল্য নয়; দীর্ঘমেয়াদি উন্নতি ও একতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস মনে করেন, মনোযোগ ও প্রতিশ্রুতি থাকলেই ফল মিলবে। তিনি বলেন, ‘আমরা যদি প্রতিশ্রুতিবদ্ধ ও মনোযোগী হই, আমি বিশ্বাস করি আমাদের ত্যাগ আগামী দিনে ফল হিসেবে অনূদিত হবে।’
ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও দলের একতার উপর গুরুত্ব দিয়েছেন। তার মতে, স্থানীয় শক্তি ও কোচদের দক্ষতা কাজে লাগালে খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করতে পারবে।
প্রধান কোচ ফিল সিমন্স বলেন, বাংলাদেশ জাতীয় দল প্রচেষ্টা, প্রতিভা এবং একতার মাধ্যমে দীর্ঘমেয়াদি সাফল্য অর্জন করতে পারে, ‘জাতীয় দল বাংলাদেশের পতাকাবাহক। এখানে প্রতিভা অনেক, কম দলই বাংলাদেশের মতো পরিশ্রম করে। তবে একতা ও সঠিক দিকনির্দেশনা দরকার। একে অপরকে সমর্থন দিয়ে এগোলে দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত।’
বাংলাদেশের প্রস্তুতি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। ১ ও ৩ সেপ্টেম্বর পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপরই সংযুক্ত আরব আমিরাতে যাত্রা করবে দল। এশিয়া কাপের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে খেলবে লিটনের দল।
Discussion about this post