ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
লিজেন্ডস অব রূপগঞ্জ ভক্তদের জন্য সুখবর। সাবেক চ্যাম্পিয়নদের ক্যাম্পে যোগ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তারকাদের তারকা বলে পরিচিত এই ক্রিকেটার যোগ দিচ্ছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই দলটিতেই মৌসুমের শুরুতে যোগ দিয়েছিলেন সাকিব।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে উঠতে না পারায় সাকিবকে ছেড়ে দিয়েছে মোহামেডান। এরপরই মোহামেডান ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিলেন তিনি। সব ঠিক থাকলে রূপগঞ্জের আগামী ম্যাচেই দলে যোগ দেবেন সাকিব। লিজেন্ডস অব রূপগঞ্জ ২১ এপ্রিল লড়বে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সঙ্গে। ম্যাচটি হবে বিকেএসপির চার নম্বর মাঠে।
এবারের প্রিমিয়ার লিগের সুপার লিগে উঠতে পারেনি মোহামেডান। দলটির সঙ্গে এবার চুক্তি করেন সাকিব। কিন্তু পারিবারিক কারণে রাউন্ড রবিনে একটি ম্যাচও খেলা হয়নি। এ অবস্থায় তিনি খেলতে চান সুপার লিগে। তার ইচ্ছের পথে বাধা হয়ে দাঁড়ায়নি মোহামেডান। তার পথ ধরে লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিচ্ছেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার।
ঢাকা প্রিমিয়ার লিগের বাইলজ অনুযায়ী, কোনো ক্রিকেটার নিজ ক্লাবে কোনো ম্যাচ না খেললে আর তার দল টুর্নামেন্ট থেকে বিদায় নিলে তিনি খেলতে পারেন অন্য কোনো দলে। এই প্রক্রিয়ায় এরই মধ্যে মোহামেডান থেকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। এবার এই নিয়ম মেনেই সাকিব ফিরছেন তার পুরোনো ক্লাব রূপগঞ্জে।
মোহামেডানের ক্রিকেট কমিটির কো-অর্ডিনেটর এ জি এম সাব্বির গণমাধ্যমে মঙ্গলবার এই খবর জানান। তারা সাকিবকে অব্যাহতি দিয়ে রূপগঞ্জে খেলার অনুমতি দিয়েছেন। তিনি বলেন, ‘গত রাতে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সাকিব আল হাসান। তিনি বলেছেন, এই সিজনে আমি খেলতে চেয়েছিলাম। কিন্তু মোহামেডান কোয়ালিফায়ার না করায় আমি সুপার লিগের যে কোনো একটি দলে খেলতে চাই। পরে জানিয়েছেন, লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে তার কথা হয়েছে। তার অনাপত্তিপত্র চাওয়ার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে অব্যাহতি দেওয়ার।’
এ জি এম সাব্বির আরও বলেন, ‘ও কোন ক্লাবে খেলবে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। খেলার জন্য আমাদের কাছে সাকিব অনাপত্তিপত্র চেয়েছে, আমরা ওকে অনাপত্তিপত্র দিয়েছি। আমাদের প্রেসিডেন্ট মাসুদ ভাই (মাসুদুজ্জামান), ক্লাবের উপদেষ্টা মাহবুবুল আনাম ভাইসহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা সাকিব আল হাসানকে রিলিজ করে দেব। যদি বিসিবি ও সিসিডিএম অনুমতি দেয় ও ওর কাঙ্ক্ষিত ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জে খেলবে।
সাব্বির আরও জানালেন- লিগের বাকি ৪ ম্যাচে খেলবেন সাকিব। বুধবার যুক্তরাষ্ট্র থেকে দেশে পা রাখার কথা এই তারকা ক্রিকেটারের।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে এখন অব্দি ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃহস্পতিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলবে দলটি। পরের তিনটি ম্যাচ আবাহনী, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৫৫ রানে হারিয়ে সুপার লিগ শুরু করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
Discussion about this post