ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের রোমাঞ্চ শুরু হয়ে গেছে। শনিবার মিরপুরের শেরেবাংলায় হয়ে গেল লিগের ট্রফি উন্মোচন। ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের মধ্যেই চলছে ঢাকা প্রিমিয়ার লিগের প্রস্তুতি। জাতীয় দলে থাকা ক্রিকেটারদের বাদ দিয়ে এরই মধ্যে অনুশীলন করছে ক্লাবগুলো।
১৫ মার্চ মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। শনিবার প্রথম ৩ রাউন্ডের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। তবে খসড়া ফিকশ্চার এরই মধ্যে হয়ে গেছে। অন্যবারের মতো এবারও প্রতিদিন তিনটি করে খেলা। এরমধ্যে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ থাকবে। খেলা থাকছে ফতুল্লায়ও।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ প্রথম দিন মাঠে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ, চ্যাম্পিয়ন শেখ জামাল। গতবারের রানার্সআপ লিজেন্ডস অব রূপগঞ্জ প্রথম ম্যাচে লড়বে নবাগত অগ্রণী ব্যাংকের বিপক্ষে। ম্যাচটি হবে ফতুল্লায়।
লিজেন্ডসদের পরের ম্যাচ ১৮ মার্চ সিটি ক্লাবের বিপক্ষে। পরেরটি ২১ মার্চ, প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন।
এদিকে শনিবার মিরপুরের শেরেবাংলায় হয়ে গেলো ট্রফি উন্মোচন। সেখানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার লিগে ১২ দলের ১২ ক্রিকেটার।
যেখানে ট্রফি সামনে নিয়ে পোজ দিলেন-তৌফিক খান তুষার (সিটি ক্লাব), জুনায়েদ সিদ্দিকী (ঢাকা লিওপার্ড), নাঈম শেখ (আবাহনী), শেখ মাহেদি (প্রাইম ব্যাংক), মুক্তার আলী (লিজেন্ডস অব রূপগঞ্জ), সাইফ হাসান (শেখ জামাল), মার্শাল আইয়ুব (অগ্রনী ব্যাংক), এনামুল হক জুনিয়রর (মোহামেডান), মিজানুর রহমান (ব্রাদার্স ইউনিয়ন), অমিত হাসান (শাইন পুকুর), আকবর আলী (গাজী গ্রুপ) ও নাঈম ইসলাম (রূপগঞ্জ টাইগার্স)।
Discussion about this post