সিলেট থেকে জাতীয় দলের মিশন শেষ করে এসেই ঢাকা প্রিমিয়ার লিগে নেমে পড়েছেন তামিম ইকবাল। ফিরেই শতরানের দেখা পেলেন এই ওপেনার। এবারের লিগে প্রথমবার খেলতে নেমেই শতক। তামিমের সেঞ্চুরিতে শুক্রবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
ম্যাচে মোহামেডানকে ১৯৯ রানে আটকে ৪৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তামিমের দল। ফতুল্লায় দাপট দেখালেন মুশফিকুর রহিমও। তামিম ১০৯ রানে অপরাজিত থাকেন। ১৪৫ বলে ক্যারিয়ারের ২২তম লিস্ট ‘এ’ সেঞ্চুরি করেন তামিম। মুশফিক অপরাজিত ছিলেন ৩৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ৪২ ওভারে ১৯৯/১০ (ইমরুল ২২, মাহিদুল ৪১, সৌম্য ১৭, অনুষ্টুপ ২৫, মাহমুদউল্লাহ ১৮, আরিফুল ২২, শুভাগত ২৬, এনামুল জুনি. ৯, কামরুল ১, রুয়েল ১, খালেদ ০*; রুবেল ৮-০-৫৪-২, শরিফুল ৬-০-২৬-১, নাসির ৬-২-২৯-৩, রাজা ৮-০-৩১-২, তাইজুল ১০-০-৪১-১, কাপালী ৪-০-৯-০)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৪২.১ ওভারে ২০২/৩ (তামিম ১০৯, মিঠুন ৩১, নাসির ১, ইয়াসির ১, মুশফিক ৩৯; খালেদ ৯-০-৪৬-২, রুয়েল ৮-০-৪৯-০, শুভাগত ১০-১-৩৪-১, আরিফুল ১-০-৩-০, কামরুল ৬-০-২২-০, এনামুল জুনি. ৬-০-৩২-০, সৌম্য ১-০-৬-০, ইমরুল ১.১-০-৫-০)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তামিম ইকবাল
##########
সেঞ্চুরি করলেন ফজলে মাহমুদ। তার পথ ধরে জিতল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা হারাল ব্রাদার্স ইউনিয়নকে। শুক্রবার ছুটির দিনে বিকেএসপির চার নম্বর মাঠে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে শিরোপাধারী শেখ জামাল জয় তুলে নেয় ১১ রানে।
ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ২৮৭ রানের পুঁজি গড়ে শেখ জামাল। ব্রাদার্সের ইনিংসের মাঝে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়। এরপর তাদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ২০৭ রান। ১৯৫ রানে অলআউট হয়ে যায় তারা।
১১৬ বলে ১০১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন ফজলে মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৮৭/৬ (সাইফ ২৪, সৈকত ৫, রবিউল ৪২, ফজলে মাহমুদ ১০১, সোহান ৬৬, জিয়াউর ৬, পারভেজ ৬, তাইবুর ১৭; মেহেদি ১০-০-৬০-৩, মানিক ৯-০-৫০-০, সাব্বির ৭-০-৪২-০, মাইশুকুর ১-০-২-০, সজিব ১০-০-৫৫-৩, রাহাতুল ১০-০-৫৫-০, আনিসুল ২-০-২০-০)
ব্রাদার্স ইউনিয়ন: (লক্ষ্য ২৯ ওভারে ২০৭) ২৭.৪ ওভারে ১৯৫ (মিজানুর ২১, তানজিদ ১০, সাব্বির ৫৪, আনিসুল ৯, মাইশুকুর ১১, জাহিদুজ্জামান ৫৩, নাদিফ ৮, রাহাতুল ০, মানিক ২, সজিব ৮, মেহেদি ৭*; শফিকুল ৪.৪-০-৩১-২, পারভেজ ৬-০-৫২-১, মৃত্যুঞ্জয় ৪-০-৪৪-০, আরিফ ৫-০-২৫-১, তাইবুর ৪-০-১১-২, জিয়াউর ৪-০-২৯-৪)
ফল: শেখ জামাল ডিএলএস পদ্ধতিতে ১১ রানে জয়ী
ম্যাচসেরা: ফজলে মাহমুদ
Discussion about this post