ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মার্চের শুরুতেই মাঠে গড়ানোর ঢাকা প্রিমিয়ার লিগ।যদিও এখনো সূচি চূড়ান্ত হয়নি। তবে সোমবার ঢাকার এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিক প্লেয়ার্স ড্রাফট। লটারিতে ক্রিকেটারদের দলে নেবে ঢাকার ১২টি শীর্ষ ক্লাব। তার আগে জানা গেল এবার ‘এ’ প্লাসই শীর্ষ ক্যাটাগরি। এই শীর্ষ ক্যাটাগরিতে আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, লিটন দাসরা।
‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ন্যূনতম ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা। শনিবার লিগের আয়োজক ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) ইনচার্জ তৌহিদ মাহমুদ এই তথ্য দিয়েছেন গণমাধ্যমে।
ক্রিকেট বোর্ড থেকে অনুমতি এবারের লিগে খেলছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। বিশ্বকাপের আগে লিগ না খেলে ফিটনেস নিয়ে কাজ করবেন দু’জন। সাকিব আল হাসানও সরে দাঁড়াতে পারেন লিগ থেকে। এখন ইনজুরি নিয়ে মাঠে বাইরে তিনি। ফিট হলে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ শেষে আইপিএলে খেলার পরিকল্পনা আছে এই অলাউন্ডারের।
গতবারের দশটি ক্লাব ৩ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। তালিকা জমা দিতে হবে সিসিডিএমে। প্লেয়ার্স ড্রাফট নিয়ে তৌহিদ মাহমুদ বলেন, ‘১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিটেইন খেলোয়াড়দের তালিকা দেয়ার ডেডলাইন ছিল। মোট ১২টি ক্লাবের মধ্যে ১০টি ক্লাব রিটেইন খেলোয়াড়দের নাম জানিয়েছে। আর বাকি যে দুইটা ক্লাব ছিল, গতবার যারা প্রথম বিভাগ থেকে এসেছে, উত্তরা স্পোর্টিং এবং বিকেএসপি, তাদের সবশেষ স্কোয়াড থেকে অর্থাৎ ফার্স্ট ডিভিশন থেকে রিটেইন করেনি।’
Discussion about this post