ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসে যখন সবাই ঘরবন্ধী তখন অন্তর্জালে দারুণ এক শো নিয়ে হাজির হন তিনি। শুরুতে ইনস্টাগ্রামে। এরপর ফেসবুক-ইউটিউবে। যেখানে হাজির হতে থাকেন একের পর এক সুপার স্টার। ব্যস, তামিম ইকবালের লাইভ শো বাজিমাত। স্পন্সরের হাতছানি উপেক্ষা করে স্রেফ ঘরবন্ধী মানুষকে আনন্দ দিয়ে শেষ হলো বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের লাইভ শো!
যেখানে দেশের তারকারা তো ছিলেনই। সঙ্গে দেখা যায় দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, পাকিস্তানের ওয়াসিম আকরাম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে। আর দেশের মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম মাতিয়েছেন আড্ডায়।
উঠে এসেছে কতোশত গল্প। তামিমের অতিথি হয়ে মজার কথা বলেছেন সবাই। বলেছেন সিরিয়াস সব কথা। এ সুযোগে নতুন পরিচয়টাও পেলেন তামিম। তাকে এখন ভবিষ্যতের ধারাভাষ্যকার হিসেবেও দেখছেন অনেকে। যদিও তামিম এসব ভাবছেন না। কারণ সামনের দিনগুলো কী হবে কেউ জানে না। তিনি বরং সময়টা যে উপভোগ করতে পেরেছেন তাতেই সন্তুষ্ট।
তামিম ইকবালের লাইভ শোতে খুনসুটি, আনন্দযোগে খোঁচাখুঁচি, ড্রেসিংরুমের না বলা কথা, নির্ভেজাল বন্ধুত্ব ফুটে উঠে। মুগ্ধতা ছড়ায়। সব মিলিয়ে সফল এক পর্ব। শেষ হলো।
শেষে এসে তামিম অবশ্য কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন। শেষ পর্বে ২৩ মে, শনিবার বলেন, ‘কালকে থেকে সাড়ে ১০টা বাজলে আমার খারাপ লাগবে। আমি শো-টা অনেক উপভোগ করেছি। তারপরও ভবিষ্যতে এমন সুযোগ পেলে আবার আসবো। সবাইকে ঈদ মোবারক।’
Discussion about this post