ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সেই ১৯৩২ সালে টেস্ট ক্রিকেটে পথ চলা শুরু ভারতের। তারপর ৫৪৩ টেস্ট ম্যাচ খেলে এমন এক লজ্জায় পড়ল দলটি, যা ভুলতে কতোদিন লাগবে কে জানে?
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলপি বলের টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানদের রীতিমতো ভরাডুবি। ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪, ১। টেলিফোন ডিজিটের মতো সংখ্যা। দলীয় সর্বোচ্চ ৯ রান মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে। ভারতের ইনিংসের দৈর্ঘ্য ২১.২ ওভার। টেস্টে ভারতের আগের সর্বনিম্ন ছিল ৪২ রান। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ড তাদের অলআউট করে মাত্র ১৭ ওভারে।
শনিবার টেস্ট ক্রিকেট ইতিহাসের সপ্তম সর্বনিম্ন স্কোর গড়ে লজ্জায় ডুবল বিরাট কোহলির দল। নিজেদের ৮৮ বছরের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট। হিসাব মিলছে না।
ভারতকে এভাবে উড়ে যেতে দেখে বিস্মিত প্যাট কামিন্স। যিনি দ্বিতীয় ইনিংসে ২১ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার জানাচ্ছিলেন, ‘আমরা ভেবেছিলাম- যদি ওদের ২০০ রানের মধ্য রাখতে পারি এবং ব্যাটিংয়ে ভালো করতে পারি তাহলে ম্যাচে থাকব। প্রথম ঘণ্টায় যা ঘটল তা বিস্ময়কর!’
১৯২৪ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১১ ব্যাটসম্যান আউট হন এক অঙ্কে। এবারও তাই দেখা গেল।
১৯৭৪ সালে লর্ডসে সবচেয়ে কম রানে ইনিংস শেষ করার লজ্জায় ডুবে ভারত। অলআউট হয় ৪২ রানে। এবার সেই লজ্জাকেও ছাপিয়ে গেল তারা। এমন বিপর্যয়ের পর কোন অজুহাত দাঁড় করাচ্ছেন না বিরাট কোহলি।
ভারত অধিনায়ক বলেন, ‘ড্রেসিং রুমের সবাই কেমন অনুভব করছে, ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। দুই দিন ধরে যখন আমরা কঠোর পরিশ্রম করে, ভালো ক্রিকেট খেলে নিজেদেরকে ভালো একটি অবস্থানে দাঁড় করালাম। তারপর এক ঘণ্টার মধ্যে এমন একটি অবস্থায় চলে গেলাম!’
অজি পেসারদের খেলতে না পারা প্রসঙ্গে কোহলি বলেন, ‘প্রথম ইনিংসের মতো একই জায়গায় তারা বল করেছে। সত্যি বলতে, কিছু ভালো বল হয়েছে। তবে আমার মনে হয় না শুরুতে বল খুব বেশি মুভ করেছে। যেখানে বল ব্যাটের কানায় লাগছে, ওখানে নিজেদের নিয়ে যাওয়ার মূল কারণ আমাদের মানসিকতা। আমাদের খেলায় সেটির স্পষ্ট প্রমাণ মিলল- আমরা কেবল একের পর এক উইকেট হারিয়েছি।’
টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর=
রান প্রতিপক্ষ তারিখ (ম্যাচ শুরুর)
৩৬ অস্ট্রেলিয়া ১৭ ডিসেম্বর ২০২০
৪২ ইংল্যান্ড ২০ জুন ১৯৭৪
৫৮ অস্ট্রেলিয়া ২৮ নভেম্বর ১৯৪৭
৫৮ ইংল্যান্ড ১৭ জুলাই ১৯৫২
৬৬ দক্ষিণ আফ্রিকা ২৬ ডিসেম্বর ১৯৯৬
Discussion about this post