ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফ্রাঞ্চাইজি ক্রিকেট মানেই যেন সাকিব আল হাসানের ডাক নিশ্চিত। বিশ্বের সব প্রান্ত থেকেই ডাক পান এই তারকা অলরাউন্ডার। যদিও দেশের ক্রিকেট নিয়ে ব্যস্ততায় এখন আর প্রতিটি আয়োজনে খেলতে যেতে পারেন না। এরমদ্যে এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে খেলতে নিবন্ধন করলেন সাকিব আল হাসানসহ বাংলাদেশের ৭ ক্রিকেটার।
সাকিব ছাড়াও নিবন্ধনে আছেন তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, লিটন দাস ও তাসকিন আহমেদও শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার আগ্রহ দেখাচ্ছেন। জানা গেছে, ১১টি ভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা এবারের আসরে খেলতে চান।
করোনার সংক্রমণের মধ্যে গত বছর কয়েকবার পিছিয়ে লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হয় ২৬ নভেম্বর। পাঁচ দলের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় জাফনা স্ট্যালিয়ন্স। দ্বিতীয় আসর শুরু হবে ৩০ জুলাই থেকে ২২ আগষ্টের মধ্যে। ভেন্যু আগের মতোই হাম্বানতোতার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়াম।
এবার ভারত থেকে মাত্র দুইজন সাবেক ক্রিকেটারলিঙ্কান লিগ নিয়ে দেখিয়েছেন আগ্রহ। তারা হলেন দুই সহোদর ইরফান পাঠান ও ইউসুফ পাঠান।
এলপিএলের ড্রাফটে নাম লিখিয়েছেন যারা-
বাংলাদেশ: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।
ভারত: ইরফান পাঠান ও ইউসুফ পাঠান।
অস্ট্রেলিয়া: উসমান খাজা, বেন ডাঙ্ক ও কলাম ফার্গুসন।
ওয়েস্ট ইন্ডিজ: শেলডন কটরেল, রায়াদ এমরিট, ডুয়াইন স্মিথ, দীনেশ রামদিন, রবি রামপল, জনসন চার্লস ও রম্যান পাওয়েল।
পাকিস্তান: মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান, শোয়েব মাকসুদ, হারিস সোহেল, ওয়াকাস মাসুদ, শান মাসুদ, আনোয়ার আলী ও আমাদ বাট।
দক্ষিণ আফ্রিকা: রাইলি রুশো, ডেভিড উইজ, মরনে মরকেল, রসি ভ্যান ডার ডাসেন, কেশভ মহারাজ, ট্রেভর স্মুটস, তাবরিজ শামসি ও হারদুস ভিলজয়েন।
আফগানিস্তান: আসগর আফগান, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, উসমান শিনওয়ারি, রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই ও কাইস আহমেদ।
Discussion about this post