মনে হচ্ছিল আরেকটি অঘটন দেখছে বিশ্বকাপ ক্রিকেট। শেষ পর্যন্ত অবশ্য সেটা হল না। মাহেলা জয়াবর্ধানে বাঁচিয়ে দিলেন শ্রীলঙ্কাকে। তার দুর্দান্ত সেঞ্চুরিতে রোববার আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জিতল তারা।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে আফগানরা। তারা ৪৯.৪ ওভারে অলআউট হয়ে তুলে ২৩২ রান। জবাবে ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
মাহেলা ১২০ বলে করেন ১০০ রান। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে ১৯তম এবং বিশ্বকাপের ৪র্থ শতরান।
হারলেও শ্রীলঙ্কাকে নাড়িয়ে দিয়েছে আফগানরা।
এবার মাহেলাদের লড়াই বাংলাদেশের সঙ্গে। বৃহস্পতিবার মেলবোর্নে হবে এই ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৩২/১০ (আহমাদি ২৪, নওরোজ ১০, আসগর ৫৪, সামিউল্লাহ ৩৮, নবি ২১, নাজিবুল্লাহ ১০, আফসার ১৯, আশরাফ ২৮, দৌলত ৪, হাসান ০, শাপুর ১*; মালিঙ্গা ৩/৪১, ম্যাথিউস ৩/৪১, লাকমাল ২/৩৬, হেরাথ ১/৪১, থিসারা ১/৫৪)
শ্রীলঙ্কা: ৪৮.২ ওভারে ২৩৬/৬ (থিরিমান্নে ০, দিলশান ০, সাঙ্গাকারা ৭, করুনারত্নে ২৩, জয়াবর্ধনে ১০০, ম্যাথুস ৪৪, মেন্ডিস ৯*, থিসারা ৪৭*; হামিদ ৩/৪৫, দৌলত ১/৪৪, শাপুর ১/৪৮)
ফল: শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মাহেলা জয়াবর্ধনে
Discussion about this post