নাগপুর টেস্টে এখন ভারতের দাপট। এখ বিরাট কোহলিই দৃশ্যপট পাল্টে দিয়েছেন। তার ডাবল সেঞ্চুরিতে রোববার ভারত ১ম ইনিংস ঘোষণা করে তারা ৬ উইকেটে ৬১০ রানে। তারপর শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে টেস্টের তৃতীয় দিন শেষে করেছে ১ উইকেটে ২১ রান তুলে। ইনিংস হার এড়াতেই লঙ্কানদের দরকার আরো ৩৮৪ রান।
নাগপুরে রোববার কোহলির ব্যাট থেকে এসেছে ২১৩ রানের দুর্দান্ত ইনিংস। এ নিয়ে টেস্ট অধিনায়ক হিসেবে পাঁচটি ডাবল সেঞ্চুরি করলেন এ ডানহাতি। রেকর্ড ভাঙা-গড়ার এক দারুণ খেলায় মেতে উঠেছেন কোহলি। অধিনায়ক হিসেবে টানা চার টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি গড়ার রেকর্ড গড়েন তিনি। ভারত অধিনায়ক রান তুলেছেন ওয়ানডে স্টাইলে। ২১৩ রান করতে তিনি খেলেন ২৬৭ বল। তার ইনিংসে ছিল ১৭ চার ও ২ ছয়।
টেস্টে এত দিন অধিনায়ক হিসেবে সর্বোচ্চ পাঁচটি ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়েন লারার। চারটি ডাবল সেঞ্চুরি নিয়ে এতদিন কোহলি ছিলেন ডন ব্র্যাডম্যান, মাইকেল ক্লার্ক, গ্রায়েম স্মিথদের মতো তারকাদের সঙ্গে। এবার তাদের ছাড়িয়ে গেলেন তিনি।
ডাবল সেঞ্চুরির আগেই অবশ্য বেশ কয়েকটি রেকর্ড গড়েছিলেন কোহলি। টেস্ট অধিনায়ক হিসেবে এরইমধ্যে ১২টি সেঞ্চুরি তুলে নিয়ে তিনি টপকে গেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারকে। এই শতরানে গড়েন এক পঞ্জিকাবর্ষে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১০ সেঞ্চুরির রেকর্ড। ভারতের অধিনায়ক হিসেবে সব ফরম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ছাড়িয়ে যান সুনিল গাভাস্কারকে (১১ সেঞ্চুরি)।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২০৫/১০ ও ২য় ইনিংস: ৯ ওভারে ২১/১ (সামারাবিক্রমা ০, করুনারত্নে ১১*, থিরিমান্নে ৯*; ইশান্ত ১/১৫, অশ্বিন ০/৫, জাদেজা ০/০)
ভারত ১ম ইনিংস: ১৭৬.১ ওভারে ৬১০/৬ (ডিক্লে:) (রাহুল ৭, বিজয় ১২৮, পুজারা ১৪৩, কোহলি ২১৩, রোহিত ১০২*; লাকমাল ০/১১১, গামাগে ১/৯৭, হেরাথ ১/৮১, শানাকা ১/১০১, দিলরুয়ান ৩/২০২)।
Discussion about this post