ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে রোববার থেকে। এ টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে র্যাবিটহোল। বাংলাদেশে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল ডিজিটাল ব্রডকাস্টার হিসেবে দায়িত্ব পেয়েছে ওটিটি প্লাটফর্মটি।
নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মের পাশাপাশি দর্শকদের সুবিধার্থে বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপেও সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করেছে র্যাবিটহোল। বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখার পাশাপাশি হাইলাইটস, পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রভৃতি দেখা যাবে র্যাবিটহোলে।
র্যাবিটহোলের অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম www.rabbitholebd.com এ দর্শকরা বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। সেজন্য আগ্রহী দর্শককে প্রথমে গুগল বা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপর কিনতে হবে পছন্দের সাবস্ক্রিপশন প্যাক। প্যাক কেনার জন্য বিকাশ একাউন্ট ব্যবহার করা যাবে।
র্যাবিটহোলের মূল প্লাটফর্ম ছাড়াও বায়োস্কোপ ও মাইজিপি অ্যাপে খেলা দেখা যাবে। নির্দিষ্ট কিছু ডাটা ও কম্বো প্যাক কেনার মাধ্যমে বিশ্বকাপের জমজমাট ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যাচ সরাসরি সম্প্রচারের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম র্যাবিটহোল যাত্রা শুরু করে।
Discussion about this post