ক্রিবিডি২৪.কম রিপোর্ট
ভাল খেলার পুরস্কারটা মিলেছে। এশিয়া কাপ ক্রিকেটে দু’জনই বাংলাদেশের হয়ে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়েছিলেন। তারই পথ ধরে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে উঠলেন মুশফিকুর রহীম ও মুস্তাফিজুর রহমান। সদ্য শেষ হওয়া এই টুর্নামেন্টে আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১০ উইকেট নিয়ে শীর্ষে আছেন মুস্তাফিজ। তারই পথ ধরে ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ের সেরা ১২তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৫১। এটাই তার ক্যারিয়ারসেরা অবস্থান।
তালিকার ২৭ নম্বরে আছেন মাশরাফি বিন মুর্তজা। ২৯ নম্বরে সাকিব আল হাসান। এশিয়া কাপে দারুণ বোলিং করা রুবেল হোসেন রয়েছেন ৪২ নম্বরে। বোলারদের তালিকায় শীর্ষে আগের মতোই ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই নম্বরে রশিদ খান। তিনে উঠে এসেছেন কুলদীপ যাদব।
এশিয়া কাপে ব্যাটে হাতে দুর্দান্ত সাফল্য পেয়েছেন মুশফিক। টুর্নামেন্টের সর্বাচ্চ রানের ইনিংসটিও (১৪৪) এসেছে তার ব্যাট থেকেই। করেন মোট ৩০২ রান। এই সাফল্যের পর ছয় ধাপ এগিয়ে র্যাংকিংয়ে তিনি আছেন ১৬ নম্বরে। তালিকায় তামিম ইকবাল আছেন ১৪ নম্বরে। সেরা বিশে নেই বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান।
ব্যাটিংয়েও ২৯ নম্বরে আছেন সাকিব। মাহমুদউল্লাহ ৪০ নম্বরে। লিটন দাস ১০৭ ধাপ এগিয়ে আছেন ১১৬ নম্বরে। বিরাট কোহলি র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন। দুই নম্বরে আছেন তারই স্বদেশীরোহিত শর্মা। তিনে ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট।
এদিকে এশিয়া কাপ ক্রিকেটে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন রশিদ খান। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেলেন আফগানিস্তানের স্পিনার। প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। আর নাম্বার ওয়ান অবস্থান হারালেন সাকিব আল হাসান। র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে ৩৫৩ পয়েন্ট নিয়ে নাম্বার ওয়ান রশিদ। ৩৪১ পয়েন্ট নিয়ে এরপরই ইনজুরি নিয়ে মাঠের বাইরে থাকা সাকিব।
Discussion about this post