ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সৌম্য সরকার। বাঁহাতি এই ওপেনার এক লাফে এগিয়েছেন ২৪ ধাপ, আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখন তিনি ব্যাটসম্যানদের তালিকায় ৬২ নম্বরে। বুধবার প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার পেয়েছেন উন্নতির খবর।
শেষ ম্যাচে দলের জয়ে বড় ভূমিকা রাখেন সৌম্য। ৮৬ বলে ৯১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ তুলেছিল ২৯৬ রান। তিন ম্যাচ সিরিজে ১-১ সমতার পর সেই ম্যাচে জয় এনে সিরিজ নিজের করে নেয় টাইগাররা। সেই জয়ে বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্পিনারদের। নাসুম আহমেদ ৬ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন তিন উইকেট, যার সুবাদে ২৪ ধাপ এগিয়ে এখন তিনি বোলারদের তালিকায় ৪৭ নম্বরে। তিন উইকেট নেওয়া রিশাদ হোসেনও পিছিয়ে নেই-চার ধাপ এগিয়ে তিনি ৬২ নম্বরে।
তানভির ইসলামও পেয়েছেন সুখবর। শেষ ম্যাচে দুটি উইকেট নিয়ে তিনি এক লাফে ২৭ ধাপ এগিয়ে এখন ইংল্যান্ডের ব্রাইডন কার্সের সঙ্গে যৌথভাবে আছেন ৬৮ নম্বরে। দলের সেরা বোলার মেহেদী হাসান মিরাজের অবস্থান অপরিবর্তিত, আগের মতোই তিনি ১৭তম স্থানে। অলরাউন্ডারদের তালিকায় মিরাজ আছেন চতুর্থ স্থানে, শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু অবস্থানে আছেন তৌহিদ হৃদয়। শেষ ম্যাচে ২৮ রান করা এই ব্যাটার ৩৫তম স্থানে আছেন। নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচে চার উইকেট নেওয়া আকিল হোসেনও পেয়েছেন উন্নতির পুরস্কার। তিনি বোলারদের তালিকায় ১৬ ধাপ এগিয়ে এখন ৪৪ নম্বরে।
চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টির পারফরম্যান্সও প্রতিফলিত হয়েছে এই হালনাগাদে। ২৫ বলে ২৮ রান করা তৌহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় এখন ৪৩ নম্বরে। বাংলাদেশের মধ্যে সেরা অবস্থান সাইফ হাসানের, যদিও তিনি দুই ধাপ পিছিয়ে ২০তম স্থানে।
ওই ম্যাচে জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার-শেই হোপ, ব্র্যান্ডন কিং ও রভম্যান পাওয়েল—র্যাঙ্কিংয়ে এগিয়েছেন। অপরাজিত ৪৬ রান করা অধিনায়ক হোপ এখন ১৪তম, কিং ২৮তম ও পাওয়েল ৩০তম স্থানে আছেন।
ওয়ানডে ক্রিকেটে বড় আলোচনার নাম রোহিত শর্মা। ১৮ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতের অধিনায়ক। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলে পেছনে ফেলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ও সতীর্থ শুবমান গিলকে।
ওয়ানডে বোলারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন রাশিদ খান। দুইয়ে কেশাভ মহারাজ, তিনে মাহিশ থিকশানা। নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার তিন ধাপ এগিয়ে এখন চার নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় ভারতের অক্ষর প্যাটেল চার ধাপ এগিয়ে উঠেছেন ৮ নম্বরে।










Discussion about this post