স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন শুক্রবার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশকে রৌপ্যপদক এনে দিলেন শুটার আবদুল্লাহ হেল বাকী। ব্যারি ব্যাডন শুটিং সেন্টারে এ ইভেন্টে তিনি মোট স্কোর করেন ২০২.১ পয়েন্ট।
স্বর্ণপদক জিতেছেন ভারতের প্রখ্যাত শুটার অভিনব বিন্দ্রা। তিনি স্কোর করেন ২০৫.৩ পয়েন্ট। ব্রোঞ্জ জিতেছেন ইংল্যান্ডের ড্যানিয়েল রিভার্স। তার স্কোর ১৮২.৪ পয়েন্ট।
এ ইভেন্টের বাছাই পর্বে বাংলাদেশের আরেক শুটার মোহাম্মদ মুন্না ছয় পর্বে ৬০৫.৩ পয়েন্ট নিয়ে ১৫তম স্থান পেয়েছেন।
অন্যদিকে আরেক বাংলাদেশি শ্যুটার আরমিন আশা আটজনের মধ্যে অষ্টম হন।
স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ৩০ অ্যাথলেট অংশ নিচ্ছেন। দশটি ইভেন্টে অংশ নেবেন তারা।
Discussion about this post