নিজেকে ফিরে পেতে সময় নেননি তিনি। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট। এরপর দ্বিতীয় ম্যাচেই ছক্কার টর্নেডো। মার্টিন গাপটিল নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়। টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা এখন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যানের। বৃহস্পতিবার নতুন উচ্চতায় পা রাখলেন গাপটিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গাপটিলের ৫০ বলে খেলেন ৯৭ রানের দারুণ এক ইনিংস। যেখানে ছিল ৮ ছক্কা। তার পথ ধরেই তিনি পেছনে ফেলেন রোহিত শর্মাকে। নিউজিল্যান্ডের ওপেনার ১৩২ ছক্কা নিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন সবার ওপরে। ১২৭টি ছক্কা নিয়ে রোহিত আছেন এরপরই। ৯২ ইনিংসে গাপটিলের ১৩২ ছক্কা। ভারতের রোহিত শর্মা ১২৭ ছক্কা হাঁকিয়েছেন ১০০ ইনিংসে।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছক্কার সেঞ্চুরি রয়েছে আরও তিন ব্যাটসম্যানের। ৯৪ ইনিংসে ১১৩ ছক্কা ইংল্যান্ডে ওয়েন মরগানের। ৬২ ইনিংসে ১০৭ ছক্কা কিউই ক্রিকেটার কলিন মানরোর। ৫৪ ইনিংসে ১০৫ ছক্কা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের।
গাপটিলের রেকর্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ড জিতেছে ৪ রানে। ৫ ম্যাচ সিরিজে ২-০তে লিড নিল কিউইরা। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে নিউজিল্যান্ড ২০ ওভারে করে ২১৯ রান। এরপর ২০ ওভারে অস্ট্রেলিয়া আটকে যায় ২১৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড : ২০ ওভারে ২১৯/৭ (গাপটিল ৯৭, সাইফার্ট ৩, উইলিয়ামসন ৫৩, নিশাম ৪৫*, ফিলিপস ৮, কনওয়ে ২, স্যান্টনার ০, সাউদি ৬, জেমিসন ০*; স্যামস ৪-০-৪৬-১, অ্যাগার ৩-০-৩০-০, জাই রিচার্ডসন ৪-০-৩৯-১, কেন রিচার্ডসন ৪-০-৪৩-৩, জ্যাম্পা ৪-০-৪৩-১, স্টয়নিস ১-০-১৭-০)।
অস্ট্রেলিয়া : ২০ ওভারে ২১৫/৮ (ওয়েড ২৪, ফিঞ্চ ১২, ফিলিপি ৪৫, ম্যাক্সওয়েল ৩, স্টয়নিস ৭৮, অ্যাগার ০, মার্শ ০, স্যামস ৪১, জাই রিচার্ডসন ৪*, কেন রিচার্ডসন ০*; সাউদি ৪-০-৪৭-১, বোল্ট ৪-০-৩০-০, জেমিসন ৪-০-৫৬-০, স্যান্টনার ৪-০-৩১-৪, সোধি ৩-০-৪১-২, নিশাম ১-০-১০-২)।
ফল : নিউজিল্যান্ড ৪ রানে জয়ী।
সিরিজ : ৫ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ২-০তে এগিয়ে।
ম্যাচসেরা: মার্টিন গাপটিল।
Discussion about this post