ইতিহাস গড়ার মিশন নিয়েই ব্রাজিলে গেছেন তিনি। কিন্তু প্রথম ম্যাচে তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। শনিবার বদলি ফুটবলার হিসেবে তাকে ৬৯ মিনিটে মাঠে নামালেন কোচ জোয়াকিম লো। ২ মিনিট পরই মিরোস্লাভ ক্লোসার ম্যাজিক। ঘানার গোলপোস্টে বল পাঠিয়ে দেন তিনি। তাতেই আফ্রিকান দেশটির বিপক্ষে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। ম্যাচ ২-২ গোলে ড্র।
সেই গোলটা করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ছুঁয়ে ফেললেন ক্লোসা। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর মতোই এখন তার গোল সংখ্যা ১৫! ২০০২ বিশ্বকাপে ৫, ২০০৬ বিশ্বকাপে ৫ ও ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ আসরে ৪ গোল করেন এই স্ট্রাইকার।
আগের ম্যাচেই টমাস মুলারের হ্যাটট্রিকে পর্তুগালের বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল তারা। কিন্তু শনিবারের ড্র’তে গ্র“প ‘জি’ থেকে ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা কঠিন হয়ে গেল জার্মানদের।
ফোর্তালেজায় অনুষ্ঠিত ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল জার্মানি। ৫১ মিনিটে মারিও গোয়েটজের গোল। তিন মিনিট যেতেই ম্যাচে ফিরে ঘানা। আন্দ্রেই আইয়ু সমতা ফেরান খেলায় (১-১)। ৬৩ মিনিটে ঘানার গোলদাতা দলের সেরা তারকা আসমোহা জিয়ান। এরপর ক্লোসার গোলে সম্মান বাঁচল।
২৬ জুন গ্র“প পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়বে জার্মানি। একইদিন পর্তুগালের মুখোমুখি ঘানা।
Discussion about this post