মুসলিমদের মহিমান্বিত মাস মাহে রমজান পালন করছনে ধর্মপ্রাণ মানুষরা। সিয়াম সাধনার এই মাসেই ইসলামের পতাকাতলে এসেছেন দক্ষিণ আফ্রিকান জাতীয় দলের ক্রিকেটার বিয়র্ন ফরটুইন। ইসলাম ধর্মগ্রহণ করেছেন তিনি। ধর্ম পরিবর্তন করেছেন তিনি। ইনস্টাগ্রামে নিজেই খবরটি নিশ্চিত করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার।
মুসলিম হওয়ার পর নিজের নামও পরিবর্তন করেছেন তিনি। নতুন নাম রেখেছেন ইমাদ। অবশ্য অনেক আগে থেকেই ইসলাম ধর্মাবলম্বী ছিলেন তার স্ত্রী। অবশ্য স্ত্রীর কোনো হাত ছিল না, জানালেন ইসলাম নিয়ে নিজ থেকেই আগ্রহ সৃষ্টি হয়েছিল তার।
ইসলাম গ্রহণের পর ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছেন ফরটুইন। সেখানে অনেকেই অভিনন্দন জানাচ্ছেন তাকে। যেখানে লেখা হয়েছে, ‘গত রাতে সে (ফরটুইন) ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, এটি রমজান মাসে ঘটল। ও তার নাম রেখেছে ইমাদ। তোমাকে নিয়ে আমার বেশ গর্ব হচ্ছে।’
২৬ বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলেছেন ১টি ওয়ানডে ও ৭টি টি-টুয়েন্টি ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ টি-টুয়েন্টি সিরিজেও অংশ নেন এই বাঁহাতি এই স্পিনার। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা দলে প্রথমবারের মতো খেলেন।
Discussion about this post