ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রান করাটাকে যেন অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। বিশ্বকাপে ছয়শ ছাড়িয়ে গিয়েছিলেন। এরপর ব্যাট হাতে রোহিত শর্মা মাঠে মানেই যেন রান উৎসব। বাকি থাকছে না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজও।
আগের দুই টেস্টে সেঞ্চুরি নেন। রোববার রাঁচি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাজিক দেখালেন।
টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন রোহিত শর্মা। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। এরমধ্যে তার তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে ওয়ানডে। এ দুটি ফরম্যাটে রোহিত ছাড়া ডাবল করেছেন- শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ ও ক্রিস গেইল।
টেস্ট দলে নিজের জায়গাটা মজবুতই হয়ে গেল রোহিতের। রোববার দুর্দান্ত ডাবল সেঞ্চুরি তুলে নেন। টেস্টে ওপেনার হিসেবে এ নিয়ে চারটি ইনিংস খেলে তিন ইনিংসের দুটিতে সেঞ্চুরিতে আর একটিতে করে নিয়েছেন ডাবল।
আগের দিন রাঁচি টেস্টে রোহিত সেঞ্চুরি করেছিলেন ছক্কা হাঁকিয়ে। এদিনও ডাবল সেঞ্চুরি সেই ছক্কা মেরেই পূর্ণ করেন। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার কীর্তিও এখন তার দখলে।
সব মিলিয়ে ২৫৫ বলে ৬ ছয় ও ২৮ চারে ২১২ রানের দেখার মতো ইনিংস খেলেন রোহিত। ৫০ রান করতে লাগে ৮৬ বল। পরের ৫০ রান করতে নেন ৪৪ বল, এরপর ১০০ থেকে ১৫০ রানে পৌঁছাতে লাগে ৬৯ বল। ডাবল সেঞ্চুরির জন্য বাকি ৫০ রান করতে খেলেন ৫০ বল।
প্রোটিয়াদের বিপক্ষে এরইমধ্যে সিরিজ জিতে নিয়েছে ভারত। তৃতীয় টেস্টেও তাদেরই দাপট। স্কোর তেমনই বলছে। রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে রোববার ৮ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এরপর দক্ষিণ আফ্রিকা দিন শেষে তুলে ২ উইকেটে ৯ রান।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস : ১১৬.৩ ওভারে ৪৯৭/৮ ইনিংস ঘোষণা (আগের দিন ২২৪/৩) (রোহিত ২১২, রাহানে ১১৫, জাদেজা ৫১, ঋদ্ধিমান ২৪, অশ্বিন ১৪, উমেশ ৩১, নাদিম ১*, শামি ১০*; রাবাদা ২৩-৭-৮৫-৩, এনগিডি ২০-৫-৮৩-০, নরকিয়া ২৪.৩-৫-৭৯-১, লিন্ডে ৩১-২-১৩৩-৪, পিট ১৮-৩-১০১-১)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫ ওভারে ৯/২ (এলগার ০, ডি কক ৪, হামজা ০*, দু প্লেসি ১*; শামি ১-১-০-১, উমেশ ১-০-৪-১, নাদিম ২-২-০-০, জাদেজা ১-০-১-০)।
Discussion about this post