ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুরুতে পেসার জাসপ্রিত বুমরাহ ও স্পিনার যুবেন্দ্র চেহেলের বোলিং তোপ। এরপর রোহিত শর্মার ব্যাটে অসাধারণ এক শতরান। তারই পথ ধরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত।
বুধবার সাউথ্যাম্পটনের হ্যাম্পশায়ার বৌলে ৬ উইকেটের অনায়াস জয় তুলে নিয়েছে ভারতীয় দল। অন্যদিকে বিশ্বকাপে টানা তিন ম্যাচে হার দেখল ফাফ দু প্লেসিসের দল। শুরুতে ইংল্যান্ড, তারপর বাংলাদেশের কাছে হেরেছিল প্রোটিয়ারা। হার ও ইনজুরিতে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা দল।
এই দলটির বিপক্ষেই শতরান তুলে নেন রোহিত শর্মা। যা কীনা বিশ্বকাপে তার দ্বিতীয় শতক।
সাউদাম্পটনের হ্যাম্পশায়ারে বুধবার অনুষ্ঠিত ম্যাচে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছিল মাত্র ২২৭ রান। সেই সংগ্রহটা ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই টপকে যায় ভারতীয় দল। এনিয়ে এবারের বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে সবকটিতেই হারল প্রোটিয়ারা।
তবে জবাবে নেমে ভারত ১৩ রানে প্রথম উইকেট হারায়। কাগিসো রাবাদার ফেরান শিখর ধাওয়ানকে (৮)। অধিনায়ক বিরাট কোহলি আউট ৩৪ বলে ১৮ রানে। তারপর লোকেশ রাহুলকে নিয়ে দেখে-শুনে খেলেন রোহিত শর্মা। লোকেশ ২৬ রানে আউট।
তারপরই রোহিতের জুটি বাধেন মহেন্দ্র সিং ধোনি। ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান হিটম্যান খ্যাত রোহিত। ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২৮ বলে শতরান পূর্ণ করেন এই ওপেনার। ক্রিস মরিসের বলে ধোনি আউট হয়ে ফেরেন ৩৪ রানে। তবে ১৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪৪ বলে ১২২ রান করে অপরাজিত থাকেন রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়া ৭ বলে ১৫ রান অপরাজিত।
শুরুতে ব্যাট করতে নেমে যুবেন্দ্র চাহালের ঘূর্ণিতে চাপে পড়ে প্রোটিয়ারা। তবে প্রথমে জাসপ্রীত বুমরাহর তুলে নেন ২ উইকেট। ৬ রানে আউট হাশিম আমলা। ১০ রানসাজঘরে কুইন্টন ডি কক। তারপরই যুবেন্দ্র চাহাল ফেরান অধিনায়ক ফাফ দু প্লেসিস (৩৮) ও ভ্যানডার দাসেনকে (২২)।
কুলদীপ যাদবের আউট করেনজেপি ডুমিনিকে (৩)। অ্যান্ডেল ফেলুকাওয়ো ৬১ বলে ৩৪ রান তুলে ফিরলে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষদিকে কাগিসো রাবাদা (৩১) ও ক্রিস মরিস (৪২) অষ্টম উইকেটে যোগ করেন ৪৩ বলে ৫০ রান। ভারতের হয়ে চাহাল নেন ১০ ওভারে ৫১ রানে ৪ উইকেট। জাসপ্রিত বুমরা ও ভুবনেশ্বর কুমার শিকার করেন ২টি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২২৭/৯ (আমলা ৬, ডি কক ১০, দু প্লেসি ৩৮, ফন ডার ডাসেন ২২, মিলার ৩১, দুমিনি ৩, ফেলুকোয়ায়ো ৩৪, মরিস ৪২, রাবাদা ৩১*, তাহির ০; ভুবনেশ্বর ২/৪৪, বুমরাহ ২/৩৫, কুলদীপ ১/৪৬, চেহেল ৪/৫১)
ভারত: ৪৭.৩ ওভারে ২৩০/৪ (ধাওয়ান ৮, রোহিত ১২২*, কোহলি ১৮, রাহুল ২৬, ধোনি ৩৪, হার্দিক ১৫*, রাবাদা ২/৩৯, মরিস ১/৩৬, ফেলুকোয়ায়ো ১/৪০)
ফল: ৬ উইকেটে জয়ী ভারত
ম্যাচসেরা: রোহিত শর্মা।
Discussion about this post