ওয়ানডে ক্রিকেটের ডন ব্র্যাডম্যান যেন তিনি। ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েই যাচ্ছেন। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ঝড় তুললেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি করে ফেললেন। ১৫৩ বলে ১৩ চার ও ১২ ছক্কায় ২০৮ রান তার ব্যাটে। আর মোহলিতে ভারত সিরিজের ২য় ওয়ানডেতে ৪ উইকেটে ৫০ ওভারে তুলল ৩৯২ রান।
রোহিত বিস্ময় জাগানিয়া এক ব্যাটসম্যান। সেই ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯ রান করে ডাবল সেঞ্চুরি করা শুরু। এরপরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ রান টর্নেডো এক ইনিংস। সেই আগুনে পুড়েছিল লঙ্কান বোলাররা। এটিই ওয়ানডের সর্বোচ্চ রানের ইনিংস।
ওয়ানডে ইতিহাসের ৩৯ বছরে ৪ জন ব্যাটসম্যান ছুঁয়েছেন ডাবলসেঞ্চুরি। আর রোহিতের একটাই তিনটি। যা কীনা বিশ্বরেকর্ড! এটি অধিনায়ক হিসেবে তার প্রথম ডাবলসেঞ্চুরি। বিরাট কোহলি বিয়ের জন্য ছুটি নেয়ায় এখন তিনিই নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় দলকে।
ওয়ানডের ডাবলসেঞ্চুরিয়ানরা
খেলোয়াড় | রান | প্রতিপক্ষ | ভেন্যু | তারিখ |
রোহিত শর্মা | ২৬৪ | শ্রীলঙ্কা | কলকাতা | ১৩ নভে ২০১৪ |
মার্টিন গাপটিল | ২৩৭* | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েলিংটন | ২১ মার্চ ২০১৫ |
বীরেন্দর শেবাগ | ২১৯ | ওয়েস্ট ইন্ডিজ | ইন্দোর | ৮ ডিসে ২০১১ |
ক্রিস গেইল | ২১৫ | জিম্বাবুয়ে | ক্যানবেরা | ২৪ ফেব্রু ২০১৫ |
রোহিত শর্মা | ২০৯ | অস্ট্রেলিয়া | বেঙ্গালুরু | ২ নভে ২০১৩ |
রোহিত শর্মা | ২০৮* | শ্রীলঙ্কা | মোহালি | ১৩ ডিসে ২০১৭ |
শচীন টেন্ডুলকার | ২০০* | দক্ষিণ আফ্রিকা | গোয়ালিওর | ২৪ ফেব্রু ২০১০ |
Discussion about this post