ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
উত্তেজনায় ঠাসা এক ম্যাচ। যেখানে নাটকীয়তা সঙ্গী হলো। ছড়ালো রোমাঞ্চ। এমন এক ম্যাচে শেষ হাসি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ভারতীয় যুবাদের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেটের পসরা সাজিয়ে দল পেয়ে গেল মনে রাখার মতো এক জয়। দুই ব্যাটসম্যান পারভেজ হোসেন ও আকবর হোসেন জুনিয়র টাইগারদের জয়ের নায়ক।
মঙ্গলবার যুব ত্রিদেশীয় টুর্নামেন্টে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ২ উইকেটে ভারতকে হারাল বাংলাদেশ দল। এই জয়ে দল পয়েন্ট তালিকার শীর্ষে। এটি টুর্নামেন্টে আকবর হোসেনদের তৃতীয় জয়। ইংল্যান্ডের বিপক্ষে দুটি ও ভারতের বিপক্ষে একটি হারও একটি জয়। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথমে বাংলাদেশ। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ভারত। স্বাগতিক ইংল্যান্ডের যুবাদের অর্জন ৪ ম্যাচে ২ পয়েন্ট।
এদিন বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমে হয় ৩৬ ওভারে। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল তুলে ২২১ রান। কিন্তু এরপর আবারও বৃষ্টি সময় কেড়ে নিলে জিততে ডাকওয়াথ ও লুইস ম্যাথডে লক্ষ্য দাঁড়ায়- ৩২ ওভারে ২১৮ রান। এই চ্যালেঞ্জে ৩ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে ম্যাচ জেতে বাংলাদেশের যুবারা।
অধিনায়ক আকবর ৩৬ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।
এসেক্সে টস টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি ভারতের। তবে কামরান ইকবালের (৪৪) দলকে ম্যাচে ফেরান। তারপর প্রাগনেশ দুর্গেশ কানপিলেওয়া ৬৯ বলে ৫৩ রান ও ৬৬ বলে ৭০ রান করেন অধিনায়ক ধ্রুত জুরেল। টাইগারদের হয়ে ২ উইকেট নেন শরীফুল ইসলাম।
জবাব দিতে নেমে শুরুতেই আউট তানজিদ হাসান (৪)। এরপর মাহমুদুল হাসানও (২০) দ্রুত ফেরেন। এরপর ৪৫ বলে ৬ চার ও এক ছক্কায় ৫১ রান করেন পারভেজ। ৩০ তৌহিদ হৃদয়ের ব্যাটে।
তারপর দ্রুত দুটি উইকেট হারালেও শামিম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে পথ দেখান আকবর। জয়ের জন্য শেষ ২ ওভারে চাই ১৯ রান। ৩১তম ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার আকবরের ব্যাটে। পরের ওভারে ফ্রি-হিটে বাউন্ডারি। দল জয়ের বন্দরে!
সংক্ষিপ্ত স্কোর:
ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৩৬ ওভারে ২২১/৫ (কামরান ৪৪, জয়সাল ১১, কানপিলেওয়ার ৫৩, জুরেল ৭০, সামির ২১*, রাওয়াত ৪, করন ৯*; শরিফুল ২/৪৯, মৃত্যুঞ্জয় ১/৫২, শাহিন ১/৩৩, শামিম ১/৩০, রাকিবুল ০/৪৮, হৃদয় ০/৮)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (লক্ষ্য ৩২ ওভার ২১৮) ৩১.৩ ওভারে ২১৯/৮ (তানজিদ ৪, পারভেজ ৫১, মাহমুদুল ২০, হৃদয় ৩০, শাহাদাত ১, আকবর ৪৯*, শামিম ২২, মৃত্যুঞ্জয় ১৬, রাকিবুল ৪, শরিফুল ১*; কার্তিক ০/৬০, মিশ্র ৩/৪৭, পুর্নাক ২/৪৭, বিষ্ণুই ২/২৫, করন ১/৩৭)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ ২ উইকেটে জয়ী
Discussion about this post