বিশ্রামকে আপাতত ছুটি দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ১৮ আগষ্ট দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকা আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। তার আগে নিজেদের প্রস্তুত করে নিতে চেস্টার ত্রুটি করছেন না মুশফিকুর রহীমরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের তিন দিনের ম্যাচটি বৃষ্টির বাধায় কাজে লাগাতে পারে নি টাইগাররা। এ কারণেই ঢাকায় ফিরে বিম্রাম করবেন না ক্রিকেটাররা। রোববারই আবার অনুশীলনে নেমে পড়বে বাংলাদেশ দল।
শুক্রবার রাতে ঢাকায় ফিরে একদিনের বিশ্রাম পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিনের এই বিশ্রাম শেষে রোববার থেকে আবারো শুরু অনুশীলন। নিজেদের মধ্যে ভাগ হয়ে আরও একটি তিন দিনের ম্যাচ খেলবে মুশফিকরা। ১৬ থেকে ১৭ আগস্ট হবে ম্যাচটি। তারপরই টেস্টের দল ঘোশণা করবেন নির্বাচকরা।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকা সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ এরমধ্যে ফিরে আসবেন দেশে। বুধবার শেষ প্রস্তুতি ম্যাচে তাদের খেলার কথা রয়েছে। শনিবার ক্যারিবীয় দ্বীপ থেকে দেশে ফিরবেন তারা দু’জন। অজিদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে প্রায় তিন সপ্তাহ ফিটনেস ট্রেনিং করেছেন মুশফিকরা। এরপর হচ্ছে স্কিল ট্রেনিং। ঢাকা দিয়ে শুরু তারপর দল গত ৪ অগাস্ট যায় চট্টগ্রামে। সেখানে অনুশীলন শেষে শুক্রবার রাতে ফিরেছে দল। চট্টগ্রাম পর্বে ব্যাট হাতে মুমিনুল হক, নাসির হোসেন ও তানভীর হায়দার ভালো করেছেন। বল হাতে নজর কেড়েছেন মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাকলাইন সজীব ও তাইজুল ইসলাম।
২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। ২৭ থেকে ৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে লড়বে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। তারপর ৪ থেকে ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
Discussion about this post