কেউ বলছেন এটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সেরা গোলের একটি। আবার তার এমন বিস্ময়কর গোলে মুগ্ধ। খোদ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান গোলটি নিয়ে উচ্ছ্বসিত। তার মতে ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা গোলটাই করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ভাইরাল হয়েছে তার চোখ ধাঁধানো বাই-সাইকেল কিক।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে গোলটি করেন রোনালদো। এনিয়ে খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচে গোল করলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। জুভেন্টাসের বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে সেমির পথে এক পা দিয়ে রাখল রিয়াল।
গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিএসজির বিপক্ষে গোল করে রুড ফন নিস্টলরয়ের টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ডে ছুঁয়েছিলেন রোনালদো। মঙ্গলবার রাতে তাকে ছাড়িয়ে এই পর্তুগিজ তারকা গড়লেন নতুন রেকর্ড। ১০ ম্যাচে রোনালদো গোল করেছেন ১৬টি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রোনালদোর গোল ৩৯টি।
https://www.youtube.com/watch?v=CqGPOhMTsNM








Discussion about this post