স্বপ্নের সেমিফাইনালে পা দিয়েও মাটিতেই পা থাকছে বাংলাদেশ ক্রিকেট দলের। এমন কী নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পরও মাঠের বাইরে কোন পার্টি ছিল না মাশরাফি-সাকিব আল হাসানদের। ড্রেসিং রুমে ‘আমরা করবো জয়’ গান গেয়েই উৎসব শেষ করেছেন।
কারণ একটাই। এখন সংযমের মাস রমজান। জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, ‘রমজান মাস চলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর শুক্রবার রাতে কোন পার্টি হয়নি। ছেলেরা সবাই রোজা রেখেছে।‘
বাংলাদেশের দলের ক্রিকেটারররা বরাবরই ধর্মপ্রাণ। এখানেও তার ব্যাতিক্রম ছিল না।
এদিকে ক্রিকেটারদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নৈপুন্য নিয়ে খুশি কোচ হাথুরু। জানালেন,‘ টুর্নামেন্টে ছেলেরাভালো খেলেছে। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাদে।‘
বাংলাদেশ দল এখন সেমিফাইনালের অপেক্ষায়। বৃহস্পতিবার ফাইনালে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ ভারত।
Discussion about this post