বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯ মার্চ হবে এ আর রহমানের কনসার্ট। যেখানে ভারতীয় এই কিংবদন্তির সঙ্গে গাইবেন বাংলাদেশের শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে বলেন, ‘মমতাজ ও মাইলস এ আর রহমানের কনসার্টে থাকছেন। তারা প্রথম স্লটে পারফর্ম করবেন। আর দ্বিতীয় স্লটে পরিবেশনা থাকবে এ আর রহমানের।’
অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান অবশ্য এই আয়োজনে গাওয়ার কথা ছিল ২০২০ সালের মার্চে। তখন এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। যদিও করোনাভাইরাসের কারণে সেটি তখন সম্ভব হয়নি। অনেকটা সময় পেরিয়ে ম্যাচটি না হলেও হচ্ছে কনসার্ট।
রাজধানীর মিরপুর শেরেবাংলায় চলছে কনসার্টে আয়োজনের প্রস্তুতি। মঞ্চ-গ্রিন রুমের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখনো জানা যায়নি কোন চ্যানেল দেখাবে এই কনসার্ট। সুজন বলেন, ‘কোনো টিভি দেখাবে কী না এটি এখনো চূড়ান্ত হয়নি। আশা করি কালকের মধ্যে হয়ে যাবে। তখন জানিয়ে দেবো আমরা।’
Discussion about this post