সময়টা মনে রাখারই মতো যাচ্ছে তার। ব্যাট হাতে মাঠে নেমে রান ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন লিটন কুমার দাস। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও কথা বলেছে তার ব্যাট। ঘরের মাঠে চট্টগ্রাম-ঢাকায় সাফল্যের আরও একটা পুরস্কার এবার পেলেন তিনি। আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ১২তম স্থানে এখন লিটন।
বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যান এরই পথ ধরে একটা রেকর্ডও গড়লেন। এটিই টেস্ট র্যাঙ্কিং ইতিহাসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ অবস্থান। চলতি বছরের মার্চেও একবার ১২ নম্বরে উঠেন লিটন। কিন্তু এবার রেটিং পয়েন্টের হিসাবে নতুন রেকর্ড গড়লেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
লিটন দাসের পয়েন্ট এখন ৭২৪। এর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭০৯ রেটিং পয়েন্ট ছিল তামিম ইকবালের। ২০১৭ সালে সর্বোচ্চ এই পয়েন্ট পেয়েছিলেন তামিম।
শ্রীলঙ্কার বিপক্ষে লিটন কুমার দাস দুই টেস্টেই ব্যাট হাতে সফল। দুর্দান্ত এক সেঞ্চুরির সঙ্গে করেন ফিফটি। এই সাফল্যের ছাপ থাকল র্যাঙ্কিংয়ে। ফিরেছেন ক্যারিয়ার সেরা ১২তম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একটি রেকর্ডও করলেন তিনি। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্টে ছাড়িয়ে গেছেন তামিম ইকবালকে।
বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট সাকিব আল হাসানের। যা কীনা ৬৯৪।
শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস খেলার পর করেন ৫২ রান। সিরিজে দাপট দেখিয়ে র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন মুশফিক। ক্যারিয়ার সেরা ১৭তম স্থানে যৌথভাবে আছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলসের সঙ্গে।
তামিম ইকবালের অবনতি হয়েছে। ৫ ধাপ নিচে নেমে ৩২ নম্বরে আছেন তিনি। সাকিব আছেন ৪৩তম স্থানে। মুমিনুল হক ৬৪ নম্বরে।
আগের মতোই ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। এরপরই আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম।
বোলারদের র্যাঙ্কিংয়ে আছেন ২৯তম স্থানে সাকিব। ৪ উইকেট নেওয়া ইবাদত হোসেনের ৮৪তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এরপরই ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। অলরাউন্ডারদের শীর্ষস্থানে ভারতের রবীন্দ্র জাদেজা।
Discussion about this post