ঘরোয়া ক্রিকেটে বরাবরই প্রতিপক্ষের জন্য তিনি আতঙ্কের আরেক নাম। সোমবার তারই ধারাবাহিকতা দেখা গেল। ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ জিতল ৬৮ রানে। এনিয়ে এবারের লিগে প্রথম দুটো ম্যাচেই জিতল সাবেক চ্যাম্পিয়নরা।
নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে এদিন লিজেন্ডস অধিনায়ক গড়েন রেকর্ড জুটি। তাদের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩০৫ রান করে রূপগঞ্জ। জবাবে ৪৬.২ ওভারে ২৩৭ রানে অলআউট শেখ জামাল।
তৃতীয় উইকেটে মুশফিক-নাঈমের রেকর্ড জুটি গড়েন। দু’জন মিলে যোগ করেন ২২৫ রান। এটি লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর প্রিমিয়ার লিগে তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। অবশ্য সব মিলিয়ে দ্বিতীয়স্থানে আছে।
এদিন ৬৯ বলে হাফসেঞ্চুরি করেন মুশফিক। পরের ৫০ রান করতে খেলেন ৪৬ বল। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার অষ্টম সেঞ্চুরি। আর নাঈম সেঞ্চুরি করেন ১১৩ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি এই অলরাউন্ডারের ষষ্ঠ সেঞ্চুরি।
ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রানের জুটি
রান | ব্যাটসম্যান | উইকেট | দল | প্রতিপক্ষ | মাঠ | সাল |
২৭৬ | মুমিনুল হক-রোশেন সিলভা | ৪র্থ | দোলেশ্বর | আবাহনী | বগুড়া | ২০১৩ |
২২৫ | নাঈম ইসলাম-মুশফিকুর রহীম | ৩য় | রূপগঞ্জ | শেখ জামাল | বিকেএসপি | ২০১৭ |
২১৪ | মেহেদী মারুফ-রনি তালুকদার | ১ম | দোলেশ্বর | কলাবাগান | ঢাকা | ২০১৪ |
২০৩ | মার্শাল আইয়ুব-মাহমুদউল্লাহ | ৩য় | শেখ জামাল | সিসিএস | বিকেএসপি | ২০১৬ |
* প্রিমিয়ার লিগের ম্যাচ লিস্ট ‘এ’ স্বীকৃতি পাওয়ার পর থেকে
Discussion about this post