ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এতোদিন বাংলাদেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ২ উইকেটের জয় ছিল চারটি। কিন্তু কখনও এক উইকেটের জয় ছিল। তবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে খুলনা সেই রেকর্ডই গড়েছে মঙ্গলবার।
জয়ের জন্য মঙ্গলবার খুলনার দরকার ছিল ৭৩ রান। হাতে ছিল ৫ উইকেট। তবে ম্যাচ সেরা মেহেদী হাসান (৫৬) ও জিয়াউর রহমানের (৫৩) জুটি ভেঙ্গে এক পর্যায়ে খুলনার জয়কে কঠিন করে দেন রংপুর বিভাগের সোহরাওয়ার্দী শুভ। শেষ পর্যন্ত অবশ্য মঈনুল ইসলাম (১৬*) ও আব্দুল হালিমের (২*) দশম উইকেট জুটির ওপর ভর করে এক উইকেটে জিতে খুলনা।
শেষ দিনে মঙ্গলবার ৫ উইকেটে ১৩০ রান নিয়ে মেহেদী হাসান ও জিয়াউর রহমান ব্যাটিংয়ে নেমেছিলেন। তারা খেলছিলেন বেশ। কিন্তু এক পর্যায়ে সোহরাওয়ার্দী শুভ ৫৬ রান করে মেহেদিকে ফিরিয়ে বিপজ্জনক জুটি ভেঙে দেন। এরপরই নাটকীয়ভাবে ম্যাচে ফেরে রংপুর। পরে একই বোলারের শিকার হন জিয়াউরও।
দুই সেট ব্যাটসম্যান ফিরে গেলে বেশ বিপদে পড়ে খুলনা। পরে যা আরও বাড়িয়ে দেন মাহমুদুল হাসানের অফ স্পিন। তিনি টানা দুই বলে আউট করেন আবদুর রাজ্জাক ও রুবেল হোসেনকে। সেখান থেকেই দলকে ফিরিয়ে জয়ের ঠিকানায় নিয়ে যান মইনুল ও হালিম।
রংপুরের হয়ে সোহরাওয়ার্দী শুভ একাই শিকার করেন ৬ উইকেট। আর মাহমুদুল হাসান নেন দুটি। ম্যাচ সেরা হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি ও দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করা মেহেদী হাসান। এরআগে তিনি বল হাতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ৫টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর ১ম ইনিংস: ২২৪
খুলনা ১ম ইনিংস: ২৩৩
রংপুর ২য় ইনিংস : ২১১
খুলনা ২য় ইনিংস: ৬২.৪ ওভারে ২০৩/৯ (লক্ষ্য ২০৩, আগের দিন ১৩০/৫ ) (মেহেদি ৫৬, জিয়াউর ৫৩, মইনুল ১৬*, রাজ্জাক ২, রুবেল ০, হালিম ২*; রবিউল ১২-২-৩৪-০, মুকিদুল ১৫-৪-৪৩-১, রিশাদ ১২-১-৫২-০, সোহরাওয়ার্দী ১৮.৪-৩-৫৫-৬, মাহমুদুল ৫-০-১৩-২)।
ফল: খুলনা ১ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মেহেদি হাসান
Discussion about this post