জয়ের মঞ্চটা তৈরি ছিল আগের দিনই। হারারে টেস্টের পঞ্চম ও শেষদিনে রোববার ছিল অনেকটা আনুষ্ঠানিকতা। তবে ক্রিকেট বলে কথা। এখানে কতো কিছুই হতে পারে। কিন্তু সেই অনিশ্চয়তার পথে হাঁটেনি ক্রিকেট। দুর্দান্ত খেলে বাংলাদেশ দল সফরের একমাত্র টেস্টে উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়েকে।
রোববার দ্বিতীয় সেশনে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে অনায়াসে হারিয়েছে বাংলাদেশ। তার পথ ধরে সফরের একমাত্র টেস্ট ম্যাচটি জিতে নিয়েছে মুমিনুল হকের দল। ইতিহাস জানাচ্ছে, দেশ ও দেশের বাইরে মিলিয়ে রানের হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। একইসঙ্গে এবারই প্রথম জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ।
মিশন ইমপসিবলের সামনে দাঁড়িয়ে লড়ছিল জিম্বাবুয়ে। বাংলাদশের ছুঁড়ে দেওয়া ৪৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে অলআউট ২৫৬ রানে। বিদেশের মাটিতে টাইগারদের এটি দ্বিতীয় টেস্ট সিরিজ জয়। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে বাংলাওয়াশ করেছিল তারা।
হারারে স্পোর্ট ক্লাবে হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১ম ইনিংসে তুলে ৪৬৮ রান। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে থেকে আসে অপরাজিত ১৫০ রান। ৯৫ রান করেন লিটন দাস। আর চমক দেখিয়ে তাসকিন আহমেদ খেলেন ৭৫ রানের দারুণ এক ইনিংস।
এরপর জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট ২৭৬ রানে। মেহেদী হাসান মিরাজ নেন ৫ উইকেট। ৪টি শিকার করেন সাকিব আল হাসান। ১৯২ রানের লিড নিয়ে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৮৪ রানে ঘোষণা করে ইনিংস। সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত করেন শতরান।
এরপর জিম্বাবুয়ে জবাব দিতে নামলে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ তাদের শেষ করে দেন। মিরাজ ও তাসকিন দুজনই নেন ৪টি করে উইকেট। সাকিব ও ইবাদত পেয়েছেন ১টি করে উইকেট।
প্রথম ইনিংসের ৫টির সঙ্গে এবার মিরাজের শিকার ৪টি। ১৪৮ রানে ৯ উইকেট, দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিং কীর্তি এটি। আর দেশের বাইরে ৫৯ টেস্টে টাইগারদের এটি মাত্র পঞ্চম জয়, যার দুটিই জিম্বাবুয়েতে।
Discussion about this post