ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টস হেরে বাংলাদেশ দলের শুরুটা ছিল রীতিমতো ভয়ঙ্কর। এরপর লড়লেন লিটন দাস। তুলে নিলেন দেখার মতো এক শতরান। সঙ্গ দিলেন আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ। দল পেলো বড় পুঁজি। এরপর বল হাতে সেই চিরচেনা সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিনারের পাঁচ উইকেট শিকার করে লেকে এনে দিলেন অনায়াস এক জয়।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার ১৫৫ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। টস হেরে নেমে বাংলাদেশ করে ২৭৬ রান। জবাবে নেমে জিম্বাবুয়ে অলআউট মাত্র ১২১ রানে।
জিম্বাবুয়ের মাটিতে তাদের সর্বনিম্ন রানে অলআউট করার দিনে বাংলাদেশে পেয়েছে সর্বোচ্চ রানের জয়। বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে জিম্বাবুয়ের সর্বনিম্ন ছিল ১৪৮, বুলাওয়ায়োতে ২০১৩ সালে। এবার তারা অলআউট ১২১ রানে।
এদিন ৩০ রানে ৫ উইকেট নিয়ে নেন সাকিব আল হাসান। তবে সেঞ্চুরিতে ম্যাচসেরা লিটন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৯ (তামিম ০, লিটন ১০২, সাকিব ১৯, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬, সাইফ ৮*, তাসকিন ১, শরিফুল ০*; মুজরাবানি ১০-২-৪৭-২, চাতারা ১০-১-৪৯-১, এনগারাভা ১০-১-৬১-২, জঙ্গুয়ে ৯-০-৫১-৩, বার্ল ৫-০-৩১-০, মাধেবেরে ৬-০-৩৭-০)।
জিম্বাবুয়ে: ২৮.৫ ওভারে ১২১/১০ (মাধেবেরে ৯, মারুমানি ০, টেইলর ২৪, মায়ার্স ১৮, চাকাভা ৫৪, বার্ল ৬, জঙ্গুয়ে ০, মুজরাবানি ২, চাতারা ২*, এনগারাভা ০, মারুমা আহত অনুপস্থিত; তাসকিন ৫-০-২২-১, সাইফ ৪-০-২৩-১, সাকিব ৯.৫-০-৩০-৫, শরিফুল ৬-০-২৮-১, মিরাজ ৩-০-১৫-০, মোসাদ্দেক ১-০-১-০)।
ফল: বাংলাদেশ ১৫৫ রানে জয়ী
ম্যাচসেরা : লিটন দাস
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ
Discussion about this post