একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মাশরাফি বিন মতুর্জা এবং সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে অনেক অর্জনের সঙ্গে যুক্ত হচ্ছে আরেকটি। দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই দুই প্রতিভা নিজেদের নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে এই মাইলফলক স্পর্শ করবেন তারা দু’জন।
বাংলাদেশের জার্সি গায়ে সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এখন মোহাম্মদ আশরাফুলের। জাতীয় দলের হয়ে ১৭৭টি ম্যাচ খেলেছেন তিনি। অ্যাশের চেয়ে মাত্র ৩ ম্যাচ পিছিয়ে মাশরাফি। আর সাকিব পিছিয়ে পাঁচ ম্যাচ।
জাতীয় দলের হয়ে ১৭৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মাশরাফি। ১৭২ ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে সাকিবের।
এরপরই আছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম (১৭১)। মুশফিকের চেয়ে তিন ম্যাচ কম খেলে তালিকার পঞ্চমস্থানে তামিম ইকবাল। তারা প্রত্যেকেই আছেন সব্বোর্চ ম্যাচ খেলার এই রেকর্ডের দৌড়ে।
Discussion about this post