ফিল্ডার হিসেবে তার পরিচিতিটা ছিল আগেই। কিন্তু যতো দিন যাচ্ছে অজিঙ্কা রাহানে হয়ে উঠছেন বিশ্বসেরাদের একজন। তারই ঝলক তিনি দেখালেন গল টেস্টে। এক টেস্টে ফিল্ডার হিসেবে দুটি বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় এই ক্রিকেটার।
গল টেস্টে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ ক্যাচ। তাতেই ছুঁয়েছেন ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড। এরপর ম্যাচে ৮ ক্যাচ নিয়ে গড়েছেন নতুন এক বিশ্বরেকর্ড!
১৩৮ বছরের টেস্ট ইতিহাসে এক টেস্টে ৮ ক্যাচ নেওয়ার রেকর্ড নেই কারোর। ৭ ক্যাচের রেকর্ড যৌথভাবে ৫ জনের।
#####################
ক্যারিয়ারের শেষ টেস্ট স্মরনীয় করে রাখার প্রথম ধাপে পুরোপুরি ব্যর্থ কুমার সাঙ্গাকারা। মাত্র ৫ রানে ১ম ইনিংসে আউট শ্রীলঙ্কান এই কিংবদন্তি ব্যাটসম্যান। আসলে ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনই সব শেষ করে দিলেন। তার স্পিন ম্যাজিকে বুধবার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ভারত ১৮৩ রানে অলআউট। এরপর ভারত দিনশেষে ২ উইকেট হারিয়ে তুলেছে ১২৮ রান।
বুধবার গলে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুজ আর দীনেশ চান্দিমাল ছাড়া সবাই ব্যর্থ। ম্যাথুজের ব্যাটে ৬৪। আর চান্দিমাল ৫৯।
অশ্বিন ৪৬ রানে নেন ৬ উইকেট। দেশের বাইরে ভারতের যে কোনো স্পিনারের টেস্টের প্রথম ইনিংসে এটাই সেরা সাফল্য।
এদিকে টেস্টের দ্বিতীয় দিন শেষে বৃহস্পতিবার ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে। শিখর ধাওয়ান (১৩৪) এবং বিরাট কোহলির (১০৩) সেঞ্চুরিতে সফরকারীরা ১ম ইনিংসে তুলে ৩৭৫ রান। এরপর ২য় ইনিংসে নেমে ৫ রান তুলতেই ২ উইকেট শেষ শ্রীলঙ্কার।
Discussion about this post