ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত গতিতে শিরোপার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু দলটির সামনে বড় বাঁধা হয়ে রয়েছে আবাহনী লিমিটেড। সেই ভাবনায় এখনই যেতে চাইছে না নাঈম ইসলামের দল। সোমবারের ম্যাচে তারা শুধু হারতে চায় গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এদিন নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
এবারের লিগে প্রতিপক্ষের জন্য এবারের ডিপিএলে হুমুকি হয়ে দাঁড়িয়েছে রূপগঞ্জ। লিগ পর্বে ও সুপার লিগে এখন পর্যন্ত সেটাই দেখা গেছে। আর এটা সম্ভব হয়েছে দলটির টিম কম্বিনেশনের কারণেই। যদিও গত ম্যাচে ব্যাটসম্যান ঠিক জ্বলে উঠতে পারেননি। তবে বোলাররা ঠিকই অল্প পুঁজি নিয়েও ম্যাচ জিতিয়ে ফেরে।
চলতি ডিপিএলে শিরোপার লক্ষ্যে দুর্দান্ত গতিতে ছুটছে রূপগঞ্জ ও আবাহনী লিমিটেড। বলতে গেলে দল দুটি রয়েছে পয়েন্ট টেবিলের একবারে কাছাকাছি। আবাহনী যদি সোমবার কোনক্রমে খেলাঘরের কাছে হেরে যায়, আর লিজেন্ডসরা জেতে তবে টেবিলের অবস্থান উল্টে যেতে পারে দল দুটির। তবে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলের ব্যাপারটি মোটেই ভাবছেন না নাঈম ইসলামরা। তাদের একটাই লক্ষ্য- জয়।
এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে রূপগঞ্জ। অন্যদিকে সমান ম্যাচে সমান জয়ে সমান পয়েন্ট নিয়ে শুধুমাত্র রান রেটে পেছনে থেকে টেবিলের তিনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। যথারীতি ১৪ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আবাহনী। আকাশি-নীলদের সুপার লিগে প্রতিপক্ষ খেলাঘর সমাজকল্যাণ সমিতি।
Discussion about this post