ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার অপ্রতিরোধ্য হয়ে উঠেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। একের পর এক জয়ে নাঈম ইসলামের দল উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। আর সেই সাফল্যের নৈপথ্য রূপকার আফতাব আহমেদ। ১০ ম্যাচে সর্বাধিক ৯ জয়ে এককভাবে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে লিজেন্ডস অফ রূপগঞ্জ। এই দলটির কোচ আফতাব। আবাহনী লিমিটেডকে উড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে ফেভারিটরা।
শাহরিয়ার নাফীস, নাঈম, মুমিনুল হক, মেহেদী মারুফ, নাবিল সামাদ, মোহাম্মদ শহীদ, শুভাশীষ রায়, মুক্তার আলী, নাঈম শেখ আর জাকির আলীরা আছেন জয়ের ছন্দে। ১১ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রূপগঞ্জ।
গত দুই বছর মোহামেডানের সহকারী কোচের ভূমিকায় থাকা আফতাবকেই এবার কোচ করেছে রূপগঞ্জ। জাতীয় দলের সাবেক এই মারকুটে ব্যাটসম্যানকেই দিয়েছে কঠিন দ্বায়িত্ব। আপাতত সেই মিশনে সফল চট্টগ্রামের এই ক্রিকেটার।
এই সাফল্যের রহস্য নিয়ে গণমাধ্যমে আফতাব বলেন, ‘রূপগঞ্জের কাছ থেকে প্রথম প্রধান কোচের দায়িত্ব পেলাম। আমি কোচিংকে ক্যারিয়ার হিসেবে গড়তে চাই। এখন কোচিংয়ে উন্নতি ঘটাতে হলে একটা দলের প্রধান প্রশিক্ষক হতে হবে। প্লেয়ার্স ড্রাফটে প্রথমবার টেবিলে বসে দল সাজানোর কাজে অংশ নিয়েছি। বিভিন্ন পজিশনে ভাল প্লেয়ার নিতে চেষ্টা করেছি।’
রূপগঞ্জের সাফল্যে নিজের কৌশল নিয়ে বিনয়ী আফতাব বলছিলেন, ‘দেখুন, আমি তেমন কিছু করিনি। ক্রিকেটাররাই সব করেছে। তারা মাঠে ভাল পারফরম করেছে, একারণেই দল শীর্ষে। আমি দায়িত্ব পেয়ে প্রথম থেকেই চিন্তা-ভাবনা করে পথ চলতে চেয়েছি। চেয়েছি মাঠে যেন পুরো দলকে একটা পরিবার মনে হয়। ছেলেরা তাই করছে।’
আর এই সাফল্য ধরে রেখেই লিগ শিরোপা ফের ফিরে পেতে চায় রূপগঞ্জ। মাঠের ক্রিকেটে স্বচ্ছতা থাকলে হয়তো লিগ শেষেও এমনই হাসি থাকবে আফতাব-নাঈমদের মুখে!
Discussion about this post