ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শুরুটা দুর্দান্ত হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় প্রাইম ব্যাংকের কাছে নিজেদের তৃতীয় হারে নাঈম ইসলামের দল। স্বাভাবিকভাবে কিছুটা হতাশ নারায়ণগঞ্জের দলটি। তবে সেই স্মৃতি ভুলে জয়ের খোঁজে মঙ্গলবার সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নামছে দলটি।
প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিংয়ে উজ্জ্বল ছিলেন নাঈম ইসলামরা। কিন্তু তৃতীয় ম্যাচে কোন বিভাগেই নিজেদের মেলে ধরতে পারেননি তারা। যে কারণে প্রাইম ব্যাংকের কাছে বড় ব্যবধানে হার মানতে হয়েছিল। তবে আগামিকাল স্বরুপে ফিরতে মরিয়া সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা। এরইমধ্যে সে প্রস্তুতিও নিয়েছেন নাঈম শেখ-মোহাম্মদ শহীদরা।
মঙ্গলবার মোহামেডানের বিপক্ষে মাঠে নামার আগে গত মৌসুমের পরিসংখ্যান থেকে স্বস্তি পেতে পারে লিজেন্ডসরা। কেননা গত ডিপিএলে এ দুই দলের লড়াইয়ে ৬২ রানে জিতেছিল নাঈম ইসলামরা। আগে ব্যাট করে যে ম্যাচে লিজেন্ডসরা করেছিল ৭ উইকেটে ২৩১ রান। পরে আটোঁসাটো বোলিংয়ে সাদা-কালোদের ৪৪.৩ ওভারে ১৬৯ রানেই গুটিয়ে দিয়েছিল সাবেক ডিপিএল চ্যাম্পিয়নরা। লম্বা সময় পর আজও সেই একই স্মৃতি মিরপুরে ফিরিয়ে আনতে চাইছে দলটি।
চলতি ডিপিএল মৌসুমে অবশ্য দারুণ ছন্দে রয়েছে মোহামেডান। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জিতেছে দলটি। যে কারণে সাদা কালোরা রয়েছে টেবিলের দুইয়ে। অন্যদিকে সমান ম্যাচে ২ জয়ে রানরেটের ব্যবধানে কিছুটা পেছনে থেকে টেবিলের ছয়ে লিজেন্ডসদের অবস্থান। তবে আগামিকাল মোহামেডানকে হারিয়ে টেবিলে নিজেদের অবস্থানে উন্নতি করতে চান নাঈম ইসলামরা।
Discussion about this post