ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ। তার অধীনেই কিছুদিন আগে রানার্স আপ হয়েছে মাশরাফি বিন মর্তুজার দল। সেই আফতাব আহমেদ এবার ক্রিকেট কোচিং করাতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। গণমাধ্যমে এই খবরটি নিশ্চিত করে তিনি বলেন, ‘আলোচনা চলছে। তবে এখনো চুক্তি হয়নি। আশা করি কয়েকদিনের মধ্যে সেটা সম্পূর্ণ হবে। যেহেতু এখনো পাকাপাকি হয়নি, সেহেতু ক্লাবের নাম এখনি বলতে চাইছি না।’
আমেরিকার ঘরোয়া ক্লাব আটলান্টা ফায়ার কোচ হিসেবে পেতে চায় আফতাবকে। এই ক্লাবটির মালিকানা একজন বাংলাদেশি এক ব্যবসায়ীর।
জানা গেছে, আসছে জুন থেকে সেপ্টেম্বর মৌসুমে যুক্তরাষ্ট্রে কোচিং করাবেন আফতাব। বাংলাদেশে বর্ষার এই সময়টাতে বন্ধ থাকে ঘরোয়া ক্রিকেট। তখনই তিনি ব্যস্ত থাকবেন দেশের বাইরে। এখন-একটি মৌসুম কাজ করবেন তিনি। এরপর এটি বাড়তে পারে।
আফতাব বলছিলেন, ‘সেখানে আইপিএলেরও অনেক ক্রিকেটার আছেন। আসলে শেখার তো কোনো শেষ নেই। আমি সেখান থেকে শিখতে চাইবো। নিজে যেটুকু জানি সেটা তাদের সঙ্গে ভাগাভাগি করবো। এক্ষেত্রে বাঙলাদেশের কেউ যদি যেতে আগ্রহী হয়, আবার আমারও যদি সুযোগ থাকে ওই ক্লাবে নেওয়ার, সেক্ষেত্রে আমি সেটা করব।’
তবে লিজেন্ডস অব রূপগঞ্জ ছাড়াও বাংলাদেশ টাইগার্স, চট্টগ্রাম বিভাগীয় দলের কোচ হিসেবে দ্বায়িত্ব চালিয়ে যাবেন। সবার আগে দেশের ক্রিকেটকেই এগিয়ে রাখছেন ক্রিকেটার থেকে কোচ বনে যাওয়া আফতাব।
Discussion about this post