বিশ্বের নামী লিগ বিগ ব্যাশ। এবার অস্ট্রেলিয়ার এই টি-টুয়েন্টি লিগ-বিগ ব্যাশের ড্রাফটে নাম এসেছে তিন বাংলাদেশি ক্রিকেটারের নাম। তারা হলেন-আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও রিপন মন্ডল। আগামী ২১ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগের খেলোয়াড় ড্রাফটে নাম উঠবে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটারদের। এরপর আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের খেলোয়াড় ড্রাফট।
গত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে বল হাতে দাপট দেখিয়েছেন আল আমিন। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলেছেন দাপুটে ক্রিকেট। লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৩১ রানে ৬ উইকেট তুলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা পেসার আল-আমিন হোসেন। লিগে ৮ ম্যাচে ১৪ উইকেট শিকারে যোগ্যতার পরিধিটাও দেখিয়েছেন তিনি।
সেই সাফল্যের পর পথ ধরেই রূপগঞ্জের এই তারকা জায়গা পেলেন বিগ ব্যাশের ড্রাফটে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশের এবারের পর্বের জন্য ১৮০ জনেরও বেশি বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। বিগ ব্যাশের আয়োজকরা আজ বুধবার ৯৮ জন বিদেশি ক্রিকেটারের নামের তালিকা প্রকাশ করেছেন।
এখানে অভিজ্ঞ দুই পেসার আল-আমিন হোসেন ও শফিউল ইসলামের সঙ্গে চমক হিসেবে আছেন এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা অলরাউন্ডার রিপন মণ্ডল।
বিগ ব্যাশের সামনের মৌসুম শুরু আগামী ১৩ ডিসেম্বর। প্রায় ৫৩ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি। এঠিক এই সময়ে বাংলাদেশের প্রিমিয়ার লিগ শুরু হতে পারে ৫ জানুয়ারি, ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। বিপিএলের সঙ্গেই চলবে বিগ ব্যাশ। এ অবস্থায় কোন বাংলাদেশি ক্রিকেটার বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন বলে মনে হয় না! কারণ এমন ইঙ্গিত আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিগ ব্যাশে বাংলাদেশ থেকে শুধু খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। ২০১৪-১৫ মৌসুমে বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন এই অলরাউন্ডার।
বাংলাদেশের ক্রিকেটারের যে তিনজন ডাক পেলেন তাদের মধ্যে একমাত্র আল আমিনে দেশের বাইরের টি-টুয়েন্টি লিগে খেলেছেন। গত লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন এই পেসার। রূপগঞ্জের এই তারকা ক্রিকেটার জাতীয় দলে ফেরার লড়াইয়ে আছেন।
Discussion about this post