ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের ম্যাচেই দল হেরেছিল নাজমুল হোসেন শান্ত একাদশের কাছে। তবে বিসিবি প্রেসিডেন্ট’স কাপের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল মাহমুদউল্লাহ রিয়াদের দল। রুবেল হোসেনের বোলিং তোপেই ক্যাপ্টেনের মুখে হাসি!
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে হারাল মাহমুদউল্লাহ একাদশ। ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে ১০৩ রানে অলআউট হয় তামিমের দল। এরপর জবাবে নেমে শুরুর ধাক্কা সামলে ২০ ওভার আগেই ম্যাচ জিতে রিয়াদের দল।
যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লোস্কোরিং লড়াইটাও বেশ জমল। ১০৩ রান তাড়া করতে নেমে ৩ উইকেট নেই শূন্য রানে! এরপর নুরুল হাসান সোহানের ব্যাটে দল জয়ের বন্দরে। রুবেল হোসেনের দুর্দান্ত বোলিং বিফলে যায় নি!
মিরপুরের উইকেটে রান তুলতে বেশ বেগই পেয়েছেন ব্যাটসম্যানরা। দুই দল মিলিয়ে ১৫ উইকেট হারিয়ে রান তুলছে ২০৯!
এরমধ্যে রুবেলকে সেই ছন্দে দেখা গেল। ৩ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন আরেক পেসার সুমন খান। জবাবে নেমে মুমিনুল হকের ব্যাটে সংগ্রামী ৩৯। সোহান ৩৮ বলে অপরাজিত ৪১ রান।
তার আগে আলোচিত জুটি দুই তামিম হতাশই করলেন। তারা জুটি টিকল মাত্র ৯ বল। সাতমাস পর খেলতে নেমে শুরুতেই বিদায় নেন অধিনায়ক তামিম। পেসার রুবেল হোসেনের ভেতরে ঢোকা বলে তামিম এলবিডব্লু হন ২ রানে। ওপেনিং জুটি ভাঙে ৪ রানে।
তবে আরেক তামিম মানে তানজিদ হাসান কিছুটা সময় লড়লেন। তার ব্যাট থেকে এসেছে ২৭ রান।
সংক্ষিপ্ত স্কোর-
তামিম একাদশ: ২৩.১ ওভারে ১০৩/১০ (তামিম ২, তানজিদ ২৭, এনামুল ২৫, মিঠুন ০, শাহাদাত ১, মোসাদ্দেক ৫, সাইফ উদ্দিন ১২, মেহেদি ১৯, তাইজুল ১, শরিফুল ৪, মুস্তাফিজ ০; ইবাদত ৬-০-৩৬-০, রুবেল ৫-০-১৬-৩, সুমন ৫-০-৩১-৩, মিরাজ ৪.১-২-২-২, আমিনুল ৩-০-১৭-২)।
মাহমুদউল্লাহ একাদশ: ২৭ ওভারে ১০৬/৫ (লিটন ০, নাঈম ০, মুমিনুল ৩৯, ইমরুল ০, মাহমুদউল্লাহ ১০, সোহান ৪১*, সাব্বির ৪*; সাইফ উদ্দিন ৫-১-৮-২, মুস্তাফিজ ৭-২-১৪-১, শরিফুল ৪-০-২৮-০, মেহেদি ৫-০-১৮-০, তাইজুল ৬-০-২৭-২, আফ্রিদি ১-০-৫-০)।
ফল: মাহমুদউল্লাহ একাদশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রুবেল হোসেন
ব্যাটসম্যান অব দা ম্যাচ: নুরুল হাসান সোহান
বোলার অব দা ম্যাচ: সুমন খান
ফিল্ডার অব দা ম্যাচ: নুরুল হাসান সোহান
Discussion about this post