গত মৌসুমে যেখানে শেষ করেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ সেখান থেকেই যেন তারা শুরু করল। চমক ধরে রেখেছে এবারো। এইতো শুক্রবার তারা ‘ডার্বি’তে রিয়াল মাদ্রিদকে হারাল ১-০ গোলে। শক্তিশালী নগর প্রতিদ্ধন্দীকে হারিয়ে স্প্যানিশ সুপারকাপ জিতে নিয়েছে তারা।
এর আগে প্রথম লেগের ম্যাচটি ১-১ করে ড্র হয়েছিল। দুই লেগ মিলে ২-১ ব্যবধানে জিতল অ্যাতলেটিকো।
নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই মারিও মানজুকিচের গোলে এগিয়ে যায় ডিয়েগো সিমিওনের দল। এর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। ম্যাচের ৮১ সেকেন্ডে মানজুকিচ গোলটি করেন। এটি সুপারকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল।
ইনজুরি কাটিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য মাঠে নামেন। কিন্তু তাতে কোন লাভ হয়নি।
এটি আতলেতিকোর দ্বিতীয় স্প্যানিশ সুপারকাপ। সর্বশেষ তারা জিতেছিল ১৯৮৫ সালে।
Discussion about this post