বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। তার দল লাহোরের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ফলে দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন তারা, যদিও জাতীয় দলে থাকাকালীন সময়ে ডমিঙ্গোর অধীনে খেলার অভিজ্ঞতা হয়নি রিশাদের।
লাহোর কালান্দার্স আজ এক বিবৃতিতে ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়। এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডমিঙ্গো নিজেও। তিনি বলেন, ‘২০২৫ পিএসএলে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। আশা করি, ভক্তদের গর্ব করার মতো কিছু উপহার দিতে পারব।’
ডমিঙ্গো দায়িত্ব নিচ্ছেন ইংল্যান্ডের সাবেক পেসার ড্যারেন গফের জায়গায়। গত মৌসুমে গফের অধীনে লাহোর কালান্দার্স গ্লোবাল সুপার লিগে প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার তার পরিবর্তে আসছেন ডমিঙ্গো, যিনি এর আগে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের জাতীয় দলের কোচ ছিলেন।
এবারের পিএসএলে রিশাদের সঙ্গে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। লিটন দাস করাচি কিংসের হয়ে খেলবেন, আর নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। তবে নাহিদ আংশিক মৌসুম খেলবেন, কারণ তিনি জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষ করেই পিএসএলে যোগ দেবেন।
২০২৫ সালের পিএসএল শুরু হবে ১১ এপ্রিল লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ দিয়ে এবং চলবে ১৮ মে পর্যন্ত। জাতীয় দলের পর এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডমিঙ্গোর কোচিংয়ের অধীনে খেলবেন রিশাদ হোসেন। লেগ স্পিনার হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার বড় সুযোগ এটি, যেখানে তাকে গাইড করবেন অভিজ্ঞ কোচ ডমিঙ্গো।
Discussion about this post