ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের প্রথম ম্যাচেই হারের শঙ্কায় সিলেট। কামরুল ইসলাম রাব্বি ও নুরুজ্জামানের বোলিং তোপে সর্বনাশ। মাত্র ৮৬ রানে অলআউট দল। এরপর দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারছে না সিলেট। বরিশালের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় আছে তারা।
শনিবার তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে সিলেট তুলেছে ২ উইকেটে ২৭। ইমতিয়াজ হোসেন ১৪ ও নাইটওয়াচম্যান এনামুল হক জুনিয়র ১ রানে রোববার মাঠে নামবেন। ইনিংস হার বাঁচাতে আরও চাই ১১৮ রান।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৬৮ রান নিয়ে দিন শুরু করেছিল সিলেট। এদিন রাব্বি দুর্দান্ত বল করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেন তিনি।
জবাবে শাহরিয়ার নাফীস ও রাফসান আল মাহমুদের ব্যাটে স্বস্তি পায় বরিশাল। ৩৩ রান করেন রাফসান। শাহরিয়ার ১০ চারে আউট ৬৩ রানে। মাহমুদ ৯২ বলে ৭০ রান করেন। তবে হতাশ করেন মোহাম্মদ আশরাফুল। তার ব্যাটে মাত্র ৬ রান।
সংক্ষিপ্ত স্কোর-
সিলেট ১ম ইনিংস: (আগের দিন ৬৮/৩) ৪৩.১ ওভারে ৮৬ (জাকির ৩২, কাপালী ১৮, জাকের ০, শাহানুর ০, এনামুল জুনিয়র ৮, রেজাউর ০, ইমরান ০, রুহেল ০*; রাব্বি ১৬.১-৫-২৪-৬, তৌহিদুল ১১-২-৩৩-১, মোসাদ্দেক ৫-০-১৫-০, মনির ৫-৩-৮-০, তানভীর ২-১-৪-০, আশরাফুল ১-০-১-০, নুরুজ্জামান ৩-৩-০-৩)
বরিশাল ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ২৩১/৮ (ইনিংস ঘোষণা) (শাহরিয়ার ৬৩, রাফসান ৩৩, মাহমুদ ৭০, আশরাফুল ৬, মোসাদ্দেক ৫, নুরুজ্জামান ১, শামসুল ১১*, মনির ২, রাব্বি ১৯, তানভীর ০*; ইমরান ১১-০-৪২-১, রুহেল ১৬-০-৭৩-১, রেজাউর ১৭-৩-৭৪-৩, শাহানুর ৩-২-৯-০, কাপালী ৭-৩-১৫-২, এনামুল জুনিয়র ৪.৩-০-১২-১)
সিলেট ২য় ইনিংস: ১১ ওভারে ২৭/২ (ইমতিয়াজ ১৪, তৌফিক ০, রাহাতুল ১১, এনামুল হক জুনিয়র ১; রাব্বি ৬-১-১২-০, নুরুজ্জামান ৩-০-১২-১, তোহিদুল ২-০-২-১)
####
এদিকে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে তৃতীয় দিনের খেলা শেষে ঢাকা মেট্রো তুলেছে ৭ উইকেটে ৩৪৯ রান। জাবিদ ৮১ ও শহিদুল ৮২ রানে ব্যাট করছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ১৪৮ রানের জুটি গড়েন। লিড ৫৯ রানের।
সংক্ষিপ্ত স্কোর-
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৯০/১০
ঢাকা মেট্রো ১ম ইনিংস: (আগের দিন ৬৬/২) ১২২ ওভারে ৩৪৯/৭ (শামসুর ৫৫, মার্শাল আহত অবসর ২১, মাহমুদউল্লাহ ৬৩, আল আমিন জুনিয়র ৫, সৈকত ৫, জাবিদ ৮১*, সানি ৬, শহিদুল ৮১*; নোমান ২৩-১-৬৮-১, রনি ২৬-৫-৬২-১, মেহেদি ২১-৬-৫৮-০, আফ্রিদি ৩০-২-১০৩-৩, মাসুম ১৪-০-৩৮-১, মুমিনুল ৮-২-১১-০)
Discussion about this post