ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৭৬ রানের শক্ত অবস্থানের পর তাইজুল ইসলামের ঘূর্ণিতে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে ২১১ রানের লিড গড়ে নেয় স্বাগতিকরা। ফলো-অন করানোর সুযোগ থাকলেও নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্ত নেন ব্যাটিংয়ে নামার। সেই সিদ্ধান্তকেই ভিত্তি করে আরও শক্ত অবস্থানে পৌঁছে গেছে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় চা বিরতির আগেই ছন্দ খুঁজে নেন। মাত্র ৭ ওভারে ৪১ রান তুলে স্বাগতিকদের ইনিংসকে দ্রুত এগিয়ে দেন তারা। বিরতির পর আরও মসৃণ ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দুজনেই তুলে নেন ফিফটি এবং গড়েন শতরানের জুটি। তাদের ব্যাটিংয়ে লিড দ্রুতই ৩০০ পেরিয়ে যায়, আইরিশ বোলারদের ওপর যেন স্টিমরোলার চালান দুই ওপেনার।
১১৯ রানে জুটির বিচ্ছেদ ঘটে যখন জয় ৯১ বলে ৬০ রান করে বিদায় নেন। এরপর মুমিনুল হক নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে সাদমানকে সঙ্গ দেন। দিনের শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৭ ওভারে ১ উইকেটে ১৫৬। সাদমান ১১০ বলে অপরাজিত ৬৯ রান এবং মুমিনুল ২১ বলে ১৯ রানে খেলছেন। লিড বেড়ে দাঁড়িয়েছে ৩৬৭ রানে, যা ম্যাচের নিয়ন্ত্রণকে আরও দৃঢ় করে দিয়েছে।
এর আগে দিনের শুরুটা ভালোই করেছিল আয়ারল্যান্ড। আগের দিনের ৯৮/৫ স্কোর থেকে লরকান টাকার ও স্টিফেন দোহেনি বাংলাদেশের বোলারদের চাপে ফেলতে শুরু করেন। টাকার–দোহেনির জুটি যখন স্বাগতিকদের জন্য উদ্বেগ বাড়াচ্ছিল, ঠিক তখনই হঠাৎ অনুভূত হওয়া ভূমিকম্পে ম্যাচ কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। খেলা আবার শুরু হতেই আঘাত হানেন তাইজুল।
দোহেনিকে বোল্ড করে ভাঙেন ৮১ রানের জুটি, একই ওভারে ফেরান অ্যান্ডি ম্যাকব্রাইনকে। পরে ইবাদত হোসেন ও খালেদ আহমেদও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ৭৬ রানে ৪ উইকেট নিয়ে তাইজুল দিনের নায়ক হয়ে ওঠেন এবং একই সঙ্গে টেস্টে সাকিব আল হাসানের উইকেটসংখ্যাকেও ছুঁয়ে ফেলেন।
সব মিলিয়ে আয়ারল্যান্ড ২৬৫ রানে থামলে বাংলাদেশের লিড দাঁড়ায় ২১১ রানে। সেই লিড আরও ৩৬৭ রান বাড়িয়ে ম্যাচকে কার্যত একপেশে করে ফেলেছেন শান্তর দল।










Discussion about this post