ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জ ফিরে পেল জয়ের ধারা। রূপগঞ্জ টাইগার্সকে ১৭২ রানে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান শক্ত করেছে সাইফ হাসানের দল। ব্যাট হাতে জাকের আলির ৭৩ রানের ইনিংস এবং বল হাতে সামিউন বশির রাতুলের ৫ উইকেট তাদের সহজ জয় এনে দেয়।
২৯৯ রানের বিশাল লক্ষ্যে নেমে শুরুটা ভালো করলেও ৪৫ রানে দুই উইকেট হারানোর পরই ভেঙে পড়ে রূপগঞ্জ টাইগার্সের ব্যাটিং লাইনআপ। এরপর সামিউন বশির রাতুলের জাদুকরী স্পিনের সামনে মাত্র ১২৬ রানেই অলআউট হয়ে যায় তারা।
রাতুল তার ১০ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। বিশেষ করে তার নিয়ন্ত্রিত লেংথ ডেলিভারিতে বিপর্যস্ত হয়ে পড়ে প্রতিপক্ষ ব্যাটাররা। ওপেনার আব্দুল মজিদ সর্বোচ্চ ৪৩ রান করলেও বাকিরা সুবিধা করতে পারেননি।
টস হেরে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ শুরুতেই ধাক্কা খায়। অধিনায়ক সাইফ হাসান মাত্র ১ রান করে আউট হন। তবে তানজিদ হাসান তামিম (৬১), আফিফ হোসেন (২৯), এবং জাকের আলির ৭৩ রানের ইনিংসে ভর করে তারা ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।
ব্যাটিং বিপর্যয়ের সময় সামিউন বশির রাতুল ও জাকের আলি অনিক ৮৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। রাতুল ৩৪ বলে ৪০ রান করেন, আর জাকের অপরাজিত থাকেন ৭৩ রানে। শেষদিকে মেহেদীর ১৫ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস দলকে ২৯৮ রান পর্যন্ত নিয়ে যায়।
এই জয়ের ফলে লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ ম্যাচে ৪ জয় ও ১ পরিত্যক্ত ম্যাচসহ ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে রূপগঞ্জ টাইগার্স ৮ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে ১০ নম্বরে অবস্থান করছে। ব্যাটে ৪০ রান, বল হাতে ৫ উইকেট-দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সামিউন বশির রাতুল। তার অসাধারণ বোলিং ও কার্যকরী ব্যাটিং লিজেন্ডস অব রূপগঞ্জকে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৯৮/৬ (জাকের আলি ৭৩, তানজিদ হাসান তামিম ৬১)
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ১২৬/১০ (আব্দুল মজিদ ৪৩, আরিফুল হক ২৫, সামিউন বশির ৫/২৭)
ফল: ১৭২ রানে জয়ী লিজেন্ডস অব রূপগঞ্জ
ম্যাচসেরা: সামিউল বশির রাতুল
Discussion about this post