ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুর্দান্ত ফর্মে আছে রংপুর রাইডার্স। মাঝের ধাক্কা সামলে এখন চেনা পথে মাশরাফি বিন মর্তুজার দল। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে অনায়াসেই তারা হারাল রাজশাহী কিংসকে। শুরুতে বোলাররা তৈরি করে দেন জয়ের মঞ্চ। এরপর ব্যাটসম্যানরাও খেললেন দুর্দান্ত। ফিফটি করলেন রাইলি রুশো। এবি ডি ভিলিয়ার্সও ছন্দে। সব মিলিয়ে ৬ উইকেটে জিতেছে রংপুর।
১৪২ রানের লক্ষ্য নেমে ৮ বল হাতে রেখেই দল জয়ের বন্দরে। এই জয়ে বিপিএলের প্লে অফে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুর ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ১৪ করে। কমপক্ষে তিন ও চারে থাকা নিশ্চিত হয়েছে এই দলদুটির। রাজশাহী অবশ্য ছিটকে যায়নি। ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে টিকে আছে মেহেদী হাসান মিরাজের দল।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে নেমে ২৮ রানেই জনসন চার্লস ও মুমিনুল হককে হারায় রাজশাহী। ১৪ রান করে ফিরেন সৌম্য সরকার। লরি ইভান্স ৩১ বলে ৩৫। ২৪ বলে ১৮ করেন ফজলে মাহমুদ।
ফের বল হাতে সফল ফরহাদ রেজা। তিনি ৩০ রানে নেন ৩ উইকেট। শহিদুল ইসলাম ও নাজমুল ইসলাম শিকার করেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে ব্যাট হাতে আবারো ব্যর্থ ক্রিস গেইল। রংপুরের ওপেনার দুই চারে ১০ রান করে আউট। ১৬ রান করে আউট অ্যালেক্স হেলস। এরপর তৃতীয় উইকেটে ডি ভিলিয়ার্সের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন রুশো। ৪৩ বলে ৫৫ রানের ইনিংস খেলার পথে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলের কোনো আসরে পাঁচশ রানের মাইলফলক পেরিয়ে যান তিনি। ২৭ রান ২৭ বলে ৩৭ রান করে ফিরেন ডি ভিলিয়ার্স।
সংক্ষিপ্ত স্কোর-
রাজশাহী কিংস: ২০ ওভারে ১৪১/৮ (চার্লস ১২, সৌম্য ১৪, মুমিনুল ৪, ইভান্স ৩৫, মিরাজ ৬, ইয়ঙ্কার ১৬, মাহমুদ ১৮, কায়েস ২২, সানি ১, মুস্তাফিজ ৪*; অপু ৪-০-৩৯-২, মাশরাফি ৪-০-২৫-০, রেজা ৪-০-৩০-৩, নাহিদুল ৩.৩-০-১৪-১, শফিউল ০.৩-০-৩-০, শহিদুল ৪-০-২৮-২)
রংপুর রাইডার্স: ১৮.৪ ওভারে ১৪৫/৪ (গেইল ১০, হেলস ১৬, রুশো ৫৫, ডি ভিলিয়ার্স ৩৭, মিঠুন ৪*, নাহিদুল ১১*; মিরাজ ৪-০-২৪-১, সানি ৩-০-২৯-১, মুস্তাফিজ ৩.৪-০-৩৩-০, কায়েস ৪-০-২৯-১, রাব্বি ৪-০-২৯-১)
ফল: রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ফরহাদ রেজা
Discussion about this post