ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজে আপাতত বিরতি। এবার জিম্বাবুয়ের সঙ্গে লড়াই। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। শনিবারই রাজধানী ঢাকায় পা রাখার কথা দলটির। তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিকেলে।
শুরুতে দুদিন বিশ্রামে থাকবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর ১৮-১৯ ফেব্রুয়ারি দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
প্রস্তুতি শেষে ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে শেন উইলিয়ামসের দল। তারপরই বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচটি ১ মার্চ, দ্বিতীয়টি ৩ মার্চ। তৃতীয়টি অনুষ্ঠিত হবে ৬ মার্চ। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আগামী ৯ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যেকার দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি। আর দ্বিতীয়টি হবে ১১ মার্চ। সিরিজ শেষে ১২ মার্চ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে দল।
জিম্বাবুয়ে সিরিজের সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৫ ফেব্রুয়ারি | জিম্বাবুয়ের আগমন | |
১৮–১৯ ফেব্রুয়ারি | দুই দিনের প্রস্তুতি ম্যাচ | ঠিক হয়নি |
২২–২৬ ফেব্রুয়ারি | একমাত্র টেস্ট | শেরেবাংলা, মিরপুর |
১ মার্চ | প্রথম ওয়ানডে | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
৩ মার্চ | দ্বিতীয় ওয়ানডে | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
৬ মার্চ | তৃতীয় ওয়ানডে | সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
৯ মার্চ | প্রথম টি–টোয়েন্টি | শেরেবাংলা, মিরপুর |
১১ মার্চ | দ্বিতীয় টি–টোয়েন্টি | শেরেবাংলা, মিরপুর |
১২ মার্চ | জিম্বাবুয়ের প্রস্থান |
Discussion about this post