নাটকীয়তার ছোঁয়া ছিল সিরিজে। মানে আজ যারা জিতবে সিরিজ তাদেরই। ঠিক তেমন দৃশ্যপটে বাজিমাত বাংলাদেশেরই। রাজশাহীতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে হারাল স্বাগতিকরা। তাতেই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। ম্যাচে ব্যাট হাতে মাহফুজুর রহমান রাব্বি ও বল হাতে রাকিবুল হাসান ছিলেন দলের জয়ের নায়ক।
ছুটির দিনে আজ টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। ওপেনার রিজওয়ান ০ রানে ফেরেন, আর মাহফিজুল করেন ২৬। অধিনায়ক আকবর আলী ৩৮ রান করলেও দলের ব্যাটিং বিপর্যয় কাটাতে পারেননি।
তবে শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি (৭৭ বলে ৫৮) এবং রাকিবুল হাসান (৪০ বলে ৪২) নবম উইকেটে ৮৪ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন। ৪৫.৫ ওভারে ২২৫ রানে অলআউট হয় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাও শুরুতেই চাপে পড়ে। ওয়াসি সিদ্দিকীর ১৯তম ওভারে জোড়া আঘাত ঘুরিয়ে দেয় ম্যাচের গতিপথ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সফরকারীরা থামে ১৯১ রানে।
রাকিবুল হাসান ১০ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। রাব্বি ও ওয়াসি পান ২টি করে উইকেট।
Discussion about this post